ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা অনুষদের সহযোগিতায়, কলাভবন প্রাঙ্গণের বটগাছটির রোপণের ৪৬তম বার্ষিকী পালনের লক্ষ্যে ই.এম.কে সেন্টার বুধবার, ১৪ই ফেব্রুয়ারি ২০১৮, “বসন্ত উৎসব” উদযাপন করে।
১৪ইফেব্রুয়ারিই.এম.কেসেন্টারেরজন্যএকটিবিশেষদিন।এইদিনে, ১৯৭২সনে,মার্কিনসেনেটর এডওয়ার্ড এম.কেনেডি কলা ভবনের সামনের বটগাছটি রোপণ করেন।বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কালীনও তারও আগের বহু আন্দোলন, মিটিং-মিছিলওতরুণদের নানান রুখে দাঁড়ানোর সাক্ষী এই বটগাছ; এবং হয়তো এই কারণেই ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী ডাইনামাইট দিয়ে উড়িয়ে দেয় গাছটিকে, তবে ১৯৭২ সালেই সেখানে আরেকটি চারা রোপণ করেন সেনেটর কেনেডি।এই বৃক্ষও এই বসন্ত উৎসব তাই আজও যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মানুষের সেই চির-অটুট বন্ধুত্বের ভাস্কর্য হয়ে দাঁড়িয়ে আছে, এবং সেই ৪৬ বছরের বন্ধন, ফাল্গুন মাসের শুরু, ও ভাষার মাসের প্রতি শ্রদ্ধা জানাতেই ছিলো বসন্ত উৎসবের এই আয়োজন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা অনুষদের চেয়ারপার্সন ও অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা, ই.এম.কে সেন্টার-এর পরিচালক এমকে আরেফ, ও মার্কিন দূতাবাসের পাবলিক এফেয়ার্স অফিসার নিকোলাস প্যাপ ; এবং অনুষ্ঠানেপরিবেশনাকরে সুরের ধারা, ঢাকাবিশ্ববিদ্যালয়েরনৃত্যকলাঅনুষদ, সমগীত, কুদ্দুসবয়াতিওসাথেআরওছিলোই.এম.কেমেকারল্যাবেরডিজিটালমিউজিকপরিবেশন।
অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা অনুষদ ও ই.এম.কে সেন্টার যৌথভাবে আয়োজিত করে।