বাংলাদেশের ই-কমার্স খাতের কাঙ্খিত উন্নয়ন ত্বরান্বিত করার উদ্যোগ হিসেবে প্রতি বছরের মতো পহেলা বৈশাখ উপলক্ষ্যে এবারেও ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) এর উদ্যোগে আগামী ০৭ এপ্রিল ২০১৮ তারিখে ‘ই-কমার্স দিবস’ এবং ০৭ থেকে ১৩ এপ্রিল ‘ই-কমার্স সপ্তাহ’ উদযাপন করা হবে। ‘বাণিজ্য থেকে ই-বাণিজ্য’ এ বছরের মূল প্রতিপাদ্য বিষয়। উল্লেখ্য, শুরু থেকেই ই-ক্যাব দেশের ই-কমার্স খাতের সার্বিক উন্নয়ন নিশ্চিত ও ত্বরান্বিত করণে সরকারের সাথে একযোগে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
পাশাপাশি, এ উপলক্ষ্যে আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) ও ই-ক্যাব এর যৌথ উদ্যোগে এবং এসএসএল কমার্স এর পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় আগামী ০৭ এপ্রিল ২০১৮ তারিখে (বিকেল ৫টায়) আইসিটি বিভাগের বিসিসি অডিটোরিয়াম, আইসিটি টাওয়ার, আগারগাঁও-এ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার উক্ত অনুষ্ঠানে ‘প্রধান অতিথি’ হিসেবে উপস্থিত থাকবেন।এ প্রেক্ষিতে, দেশব্যাপী ই-কর্মাস খাতের যথাযথ বিকাশ ও প্রচারের লক্ষ্যে আগামী ০৫ এপ্রিল ২০১৮ তারিখে জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন হবে।
ই-কমার্স দিবস ও ই-কমার্স সপ্তাহ নিয়ে বিশাল আয়োজন
previous post