নিজেদের অনন্য উদ্ভাবনীর বিভিন্ন পণ্য প্রদর্শনী করেছে তাইওয়ান ভিত্তিক কম্পিউটার প্রযুক্তি কোম্পানি এসার।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে ভবিষ্যত কম্পিউটার প্রযুক্তিগতি-প্রকৃতি সম্পর্কে ও ধারণা দেয় কোম্পানিটি।
‘টুমোরো’স ইনোভেশন টুডে’ শিরোনামের ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার আনান্দ আগারওয়াল ও স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম।
এই আয়োজনে এসার ট্রাভেল মেট ল্যাপটপ, গেইমিংয়ে প্রিডেটর সিরিজের ল্যাপটপ, এসার মনিটর, এসার এল টোস সার্ভার, ভার্চুয়াল পিসিজি রোক্লাইন্ট, ডেস্কটপ ও প্রজেক্টর প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে এসার বাংলাদেশের কর্মাশিয়াল বিজনেস ম্যানেজার কাজী কামাল উদ্দিন জানান, সরকারের নীতি-নির্ধারণী পর্যায় সহ কর্মাশিয়াল পর্যায়ে এসারের নতুন নতুন উদ্ভাবন ও ভবিষ্যত প্রযুক্তিরপরিকল্পনার কথা জানাতেইএই প্রদর্শনী ও অনুষ্ঠান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় দশ বছরের বেশি সময় ধরেকাজ করে যাচ্ছে এসার। এখানে ব্যবসা বাড়াতে নতুন উদ্যোগও নেয়াহচ্ছে।