যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বের সবচেয়ে বড় অন-ডিম্যান্ড রাইড
শেয়ারিং কোম্পানী উবার, ছয়টি মহাদেশের যেসব দেশে উবার চালু আছে সেসব দেশের যাত্রীদের জন্য
জনসচেতনতামূলক কার্যক্রম ‘চেক ইউর রাইড’ চালু করেছে।
এখন থেকে উবারের প্রত্যেক ট্রিপ শুরু করার সময় যাত্রীদের অ্যাপে রিমাইন্ডার এবং পুশ নোটিফিকেশন
দেওয়া হবে। যাত্রীরা যেন গাড়িতে ওঠার আগে অ্যাপে দেওয়া চালকের লাইসেন্স প্লেট, গাড়ির নাম, মডেল এবং
চালকের ছবি মিলিয়ে নিয়ে চালক সম্পর্কে নিশ্চিত হয়ে গাড়িতে ওঠেন সেটা মনে করিয়ে দিতেই উবারের এই
প্রচেষ্টা।
এসব ধাপের বাইরেও নিশ্চিন্ত হতে আপনি চালককে আপনার নাম সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন। চালক
তার অ্যাপে আপনার নাম দেখতে পান এবং আপনিও আপনার অ্যাপে চালকের নাম দেখতে পান। উভয়ের নাম
নিশ্চিত করতে আপনি চালককে প্রশ্ন করতে পারেন, “আপনি কাকে পিক আপ করতে এখানে আছেন?” অ্যাপের
তথ্যের সাথে চালকের তথ্যের মিল না থাকলে সেই গাড়ি ব্যবহার করা থেকে বিরত থাকুন। নিরাপদ জায়গায়
যেয়ে সঠিক গাড়ি আসা পর্যন্ত অপেক্ষা করুন অথবা রাইডটি বাতিল করে উবারের অ্যাপের মাধ্যমে রিপোর্ট
করুন। ভবিষ্যতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উবার ভুয়া চালকদের নামে রিপোর্ট করতে
যাত্রীদের উৎসাহিত করে।
জুলকার কাজী ইসলাম, লিড, উবার বাংলাদেশ বলেন, “এই কার্যক্রমের মাধ্যমে আমরা যাত্রীদের মধ্যে গাড়ি
ব্যবহার করার আগে রাইডটি নিশ্চিত করার অভ্যাস গড়ে তুলতে চাই। আমরা চাই প্রত্যেক যাত্রী জানুক
কীভাবে নিরাপদভাবে উবার ব্যবহার করতে হয়। গাড়ি ব্যবহারের আগে এই তিনটি বিষয় বারবার মিলিয়ে দেখার
গুরুত্ব পাহাড়সম। উবারে নিরাপত্তা একটি চলমান প্রচেষ্টা এবং এই কার্যক্রমের পুশ নোটিফিকেশন
আপনাকে দৃশ্যত মনে করিয়ে দিবে যে আমরা নিরাপত্তাকে কতোটা গুরুত্ব দেই এবং প্রযুক্তির সাহায্যে
কীভাবে আমাদের যাত্রাপথকে আরও নিরাপদ করি।”
যাতায়াতের সময় নিরাপত্তা নিশ্চিতের জন্য উবার বেশ কিছু নিরাপত্তা ফিচার চালু করেছে। কাছের মানুষদের
সাথে রাইডের তথ্য শেয়ার করার মাধ্যমে যাত্রীরা নিজেদের নিরাপদ রাখে। আইন-শৃঙ্খলাবাহিনীর সাথে সরাসরি
যোগাযোগ করার জন্য রয়েছে ইমার্জেন্সি নাম্বার এবং কোনো প্রয়োজনে অ্যাপের মধ্যে পাবেন সেফটি
সেন্টার যা যাত্রীদেরকে পরামর্শ এবং সহায়তা করবে।
যদিও উবার সারা বছর ধরে এসব সেফটি ফিচার যুক্ত করে আসছে, এর প্রত্যেকটি ফিচারই অত্যন্ত
গুরুত্বপূর্ণ এবং এই ফিচারগুলোকে কার্যকরভাবে ব্যবহার করতে হলে প্রথমেই সঠিক গাড়িতে উঠতে হবে।
অ্যাপের সেফটি ফিচার
আপনার রাইডের পুশ নোটিফিকেশন চেক করুন: গাড়ি ব্যবহারের আগে রাইডটি চেক করে নেওয়ার ধাপগুলোর
কথা যাত্রীদের মনে করিয়ে দিতে আমরা নতুন পুশ নোটিফিকেশন যুক্ত করছি। আজ থেকে এই সতর্কবার্তাটি
চালু হচ্ছে এবং পরবর্তীতে এটি সারাদেশে চালু হবে।
অ্যাপের মধ্যে রাইডের তথ্য চেক করুন: চালকদের সাথে যাত্রীদের সংযোগ করিয়ে দেওয়ার মুহুর্ত থেকে
যাত্রা শুরুর মুহুর্ত পর্যন্ত কীভাবে সঠিক রাইডটি নিশ্চিত করতে হবে তা মনে করিয়ে দেওয়ার জন্য অ্যাপে
আমরা একটি স্পষ্ট বার্তা দিচ্ছি। আগামী কয়েক সপ্তাহ প্রতিটি রাইডে এই রিমাইন্ডারটি দেওয়া হবে এবং
পরবর্তীতে কিছু দিন পর পর এই রিমাইন্ডারটি দেয়া হবে।
এই লিংকের ভিডিওতে চেক ইউর রাইডের তিনটি ধাপের বিস্তারিত ব্যাখ্যা আছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন উবারের নিউজরুম ।
উবার সম্পর্কিত তথ্য
সচলতার মাধ্যমে নতুন সম্ভাবনা সৃষ্টি করাই উবারের লক্ষ্য। আপনি কীভাবে বাটনের এক চাপে যাতায়াতের
জন্য একটি গাড়ি পেতে পারেন? এ সমস্যার সমাধান খুঁজতে আমাদের শুরুটা হয় ২০১০ সালে। ১০ বিলিয়নেরও
বেশি ট্রিপ সম্পন্ন করার পর, এখন আমরা সেসব সার্ভিস তৈরির প্রচেষ্টায় নিয়োজিত যেগুলো একজন
ব্যক্তিকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। শহরের যাতায়াত ব্যবস্থা, খাদ্য এবং জিনিসপত্র আনা-
নেওয়ার পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে উবার সম্ভাবনার এক নতুন দ্বার উন্মোচন
করেছে।