আপনি কি একজন সংবাদ পাঠক/পাঠিকা হিসেবে নিজেকে একুশে টেলিভিশনের পর্দায় উপস্থাপন করতে চান?
আপনি যদি স্মার্ট হয়ে থাকেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যদি হয় স্নাতক অথবা শিক্ষার্থী তাহলে আপনার সম্প্রতি তোলা ৩ কপি 4R সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত আজই পাঠিয়ে দিন।
সিভি পাঠানো ঠিকানা:
একুশে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, ১০ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এছাড়াও ই-মেইলে ekushey.nca@gmail.com পাঠাতে পারেন আপনার জীবন বৃত্তান্ত।
একুশে টেলিভিশন বা ইটিভি বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন স্টেশন। ২০০০ সালের ১৪ই এপ্রিল এর সম্প্রচার কার্যক্রম শুরু হয়।
টিভি চ্যানেলটির খবরে নতুনত্ব ও অভিনবত্ব থাকার কারণে দর্শকদের কাছে বিপুল জনপ্রিয়তা লাভ করে।
একুশে টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠানসমূহ হচ্ছে, খবর, টক শো: একুশের রাত, বিশেষায়িত টক শো: একুশের বিজনেস। এছাড়াও একুশে টেলিভিশনে জনপ্রিয় সব সিনেমা, নাটক প্রচারিক হয়।