এক মিনিটে কী কী হতে পারে ইন্টারনেটে ভেবেছেন কখনো? প্রত্যেক মিনিটে আমাদের জীবনে পরিবর্তন আসছে। শুধু মিনিটে কেনও, প্রতি সেকেন্ডেই বিশ্বজুড়ে ঘটে যাচ্ছে একের পর এক পরিবর্তন। এক মিনিটে ঘটতে পারে অনেক কিছু। মানুষ নিজেদের নানান কথা, তথ্য, আবেগ একে অপরের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমেই শেয়ার করে। আর সেই পরিবর্তনের ৯০ শতাংশ অংশেই এখন জুড়ে রয়েছে ইন্টারনেট।ফলে এটার হিসাব রাখাটাও কষ্টকর যে, মানুষ তাহলে কী পরিমাণ স্মৃতি, ধারণা, অভিজ্ঞতা ও আবেগ ইন্টারনেটের মাধ্যমে প্রতিদিন শেয়ার করছে। এখানে প্রতি মিনিটে কয়েক বিলিয়ন বাইট তথ্য ‘ট্রান্সফার’ হয়। ইন্টারনেটে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রতি ১ মিনিটে কী কী হতে পারে চলুন জেনে নিই-
- ১. সমীক্ষা অনুসারে প্রতি মিনিটে ১৫ কোটি ই-মেল পাঠানো হয় ইন্টারনেট ব্যাবহার করে।
- ২. আনুমানিক ২ কোটি ৮০ লাখ হোয়াটসঅ্যাপ ম্যাসেজ পাঠানো হয় বিশ্বজুড়ে এক মিনিটে।
- ৩. এই ১ মিনিনিটেই ৫ লাখ ২৭ হাজার ৭৬০টি ছবি আদানপ্রদান করা হয়ে বিভিন্ন সাইটের মাধ্যমে।
- ৪. ৭ লাখের বেশি ফেসবুক অ্যাকাউন্টে লগ-ইন করা হয়।
- ৫. ২ লাখ ৯৩ হাজার ফেসবুক স্ট্যাটাস পরিবর্তন করা হয়।
- ৬. ২০ লাখের বেশি ইউটিউব ভিডিও দেখা ও শেয়ার করা হয় প্রতি মিনিটে।
- ৭. সমীক্ষা অনুসারে ৩ লাখ ৪৭ হাজার টুইট করা হয় প্রতি মিনিটে।
- স্ন্যাপচ্যাটে ১.৮ মিলিয়ন স্ন্যাপ ক্রিয়েট করা হয়
- ৭৫১৫২২ ইউএস ডলার সমপরিমাণ টাকা অনলাইনে বেচাকেনা হয়
- নেটফ্লিক্সে ৭০০১৭ ঘণ্টা ভিডিও দেখা হয়
- গুগলে ৩.৫ মিলিয়ন বার সার্চ করা হয়,
- ফেসবুকে ৯০০০০০ বার লগ ইন করা হয়
- উইচ্যাটে ১৬ মিলিয়ন টেক্সট আদান-প্রদান করা হয়
- ইউটিউবে ৪.১ মিলিয়ন ভিডিও দেখা হয়
- গুগল প্লেস্টোর থেকে ৩৪২০০০টি অ্যাপস ডাউনলোড করা হয়
- ইন্সটাগ্রামে ৪৬২০০টি পোস্ট আপ্লোড করা হয়
- এবং টুইটারে ৪৫২০০০টি টুইট প্রেরণ করা হয়
তথ্যসূত্র : ইন্টারনেট