এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানি এসিআইয়ের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মোটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারা দেশে এর ৫৫টির বেশি থ্রিএস (3S) ডিলার পয়েন্ট রয়েছে।
বাংলাদেশের গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে ইয়ামাহা প্রতিবছর নতুন ধরনের সব মোটরসাইকেল বাজারে আনে। এরই ধারাবাহিকতায় ২৪ আগস্ট তেজগাঁওয়ের এসিআই সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ইয়ামাহা আরফিফটিন (R15) মোটোজিপি (MotoGp) এডিশন ও স্ট্রিট র্যালি (Street Rally) স্কুটারের ইউবিএস (UBS) ভার্সন উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরফিফটিন (R15) মোটোজিপি (MotoGp) এডিশনটি এসেছে সম্পূর্ণ নতুন গ্রাফিকস নিয়ে, যা যেকোনো তরুণ বাইকপ্রেমীর নজর কাড়বে।
স্ট্রিট র্যালি (Street Rally) স্কুটারটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ইউবিএস (UBS) ব্রেকিং সিস্টেম, যা দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করে।
আরফিফটিন (R15) মোটোজিপি (MotoGp) এডিশনটি গ্রাহকেরা প্রি-বুকিং দিয়ে জিতে নিতে পারবেন আকর্ষণীয় ডিসকাউন্ট।