ওরে বাবা! ১০ জিবি র্যামসহ ফোন আনছে চীনা স্মার্টফোন নির্মাতা ভিভো। স্মার্টফোনে ১০ জিবি র্যাম। প্রযুক্তি বিপ্লবের হাত ধরে রোজই লাফিয়ে বাড়ছে ফোনের স্পেকস। আরও বড় স্ক্রিন, আরও বেশি মেগাপিক্সেল ক্যামেরা, আরও বেশি ইনবিল্ড স্টোরেজে ও অবশ্যই চাই আরও বেশি র্যাম। তাই বলে ১০জিবি। হ্যাঁ, ঠিক পড়েছেন, ১০ জিবি র্যামওয়ালা ফোন আনছে চিনা মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা ভিভো। গোপন খবর তেমনই।
সূত্রের খবর, ভিভো এক্স-প্লে ৭ নামে এই ফোনে থাকবে ১০ জিবি র্যাম। তেমনটা হলে Vivo Xplay 7-ই হবে বিশ্বের প্রথম ১০ জিবি র্যামওয়ালা ফোন। ফাঁস হওয়া খবর অনুসারে, ফোনটিতে থাকতে পারে ৫১২ জিবি ইনবিল্ড মেমরি। ফোরকে ওএলইডি ডিসপ্লে ও আন্ডার দ্যা স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে এসবের কিছুই নিজে মুখে স্বীকার করেনি ভিভো।