স্মার্টফোন ও ট্যাব মেলায় এসে অনেকেই খোঁজ করেছেন ওয়ালটন ফোনের। অনেকেই প্রশ্ন করেছেন, ভাই ওয়ালটনের ফোনে কোনো ছাড় আছে? শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেষ হয় স্মার্টফোন ও ট্যাব এক্সপো। এখানে ওয়ালটন অংশ না নিলেও ক্রেতারা ওয়ালটন ফোন খুঁজেছেন।
আবদুল আওয়াল এসেছেন টাঙ্গাইল থেকে। জানালেন, ওয়ালটন স্টল কোনদিকে? একটা ওয়ালটন ফোন কিনব।
সাশ্রয়ী মূল্যে উচ্চমানের স্মার্টফোন দিয়ে প্রযুক্তি পণ্যের বাজারে ব্যাপক প্রশংসিত ওয়ালটন। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ ওয়ালটন ব্র্যান্ডের স্মার্টফোনের পারফরম্যান্সে খুশি ক্রেতারা। একই সঙ্গে দেশীয় ব্র্যান্ডটির বিক্রয়োত্তর সেবায়ও সন্তুষ্ট তারা।
সংশ্লিষ্টদের মতে, ওয়ালটন স্মার্টফোনের বিশেষ দিক হলো আকর্ষণীয় ডিজাইন, সর্বাধুনিক প্রযুক্তি ও উন্নত ফিচার, সাশ্রয়ী দাম, কিস্তিতে কেনার সুযোগ এবং সহজলভ্য বিক্রয়োত্তর সেবা। একই সঙ্গে দৃষ্টিনন্দন সার্ভিস সেন্টার, কর্মীদের আন্তরিক ব্যবহার, দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদান ইত্যাদি কারণে স্মার্টফোন গ্রাহকদের আস্থা অর্জন করেছে ওয়ালটন।
ওয়ালটন প্রিমো ইএফ৭, কি আছে যে কিনতেই হবে?
ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অল্প বাজেটের মধ্যে একটি উন্নতমানের হ্যান্ডসেট পেতে তারা বেছে নিচ্ছেন ওয়ালটনকে। অন্যান্য ব্র্যান্ডের তুলনায় দামে সাশ্রয়ী কিন্তু মানে ভালো। ওয়ালটন স্মার্টফোনের দারুণ পারফরম্যান্স আর যেকোনো সমস্যায় হাতের নাগালে সার্ভিস সেন্টার – সব মিলিয়ে সন্তুষ্ট তারা।
ওয়ালটনের ফোনের মধ্যে ক্রেতাদের আগ্রহ ছিল বাংলাদেশে তৈরি নিউ জেনারেশন ১৮:৯ রেশিওর প্রথম স্মার্টফোন। যার মডেল ‘প্রিমো ইএফ৭’। এটিকে দেশের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফুল ভিউ ডিসপ্লের স্মার্টফোন বলছে ওয়ালটন। ৪.৯৫ ইঞ্চির এফডব্লিউভিজিএ প্লাস ডিসপ্লের ফোনটির পর্দার রেজুলেশন ৯৬০ বাই ৪৮০ পিক্সেল। রয়েছে ২.৫ডি কার্ভড গ্লাসও। ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত স্মার্টফোনটি। যার মূল্য ধরা হয়েছে মাত্র ৪ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ‘ওলভিও এমএম১৭, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ সমৃদ্ধ মোবাইল ফোনটিতে আগ্রহ দেখা যায়। যার দাম মাত্র ৯৯৯ টাকা। আকর্ষণীয় ডিজাইনের ফোনটি মিলছে বেশ কয়েকটি ভিন্ন রঙে।