সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠানগুলো যাতে যুক্তরাষ্ট্রেই চিপ নির্মাণ কারখানা গড়ে তোলে, সে লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন।
খবরটি সম্পর্কে রোববার জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। ট্রাম্প প্রশাসন বিষয়টি নিয়ে আলোচনা করছেন ইনটেল কর্পোরেশন এবং তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানফ্যাকচারিং কোম্পানি (টিএমএমসি)-এর সঙ্গে। — খবর রয়টার্সের।
দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্স-কে সহায়তার ব্যাপারেও ভাবছেন বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে প্রতিষ্ঠানটির একটি কারখানা আছে। ওই কারখানার উৎপাদন-চুক্তি বর্ধিত করার লক্ষ্যেই সহায়তার কথা ভাবছেন তারা।
তবে, চিপ নির্মাতাদেরকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কী ধরনের প্রণোদনা দেওয়া হতে পারে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।টিএসএমসি, ইনটেল, অ্যাপল এবং স্যামসাং ইলেকট্রনিক্সের নির্বাহীরা রোববার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।