ওয়েব ডিজাইনে নতুন এসেছেন? আপনার অনেক কিছু জানা বোঝার বাকি। আপনাকে প্রতিনিয়ত শেখার মানসিকতা নিয়ে এগোতে হবে। জানতে হবে কমন কিছু প্রশ্নের উত্তর। ওয়েব ডিজাইনের অ আ ক খ বলতে যা বোঝায় সেই এইচটিএমএল, সিএসএসের বেসিক সব জানতে হবে। নতুনদের জন্য কয়েকটি টিপস:
১। প্রতিনিয়ত বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করুন । ওয়েবসাইটগুলোর ডিজাইন লক্ষ্য করুন । কোন জায়গায় কোন পেজে কেমন ডিজাইন করেছে তা লক্ষ্য করুন । ওয়েবসাইট ডিজাইনের জন্যে একটা শৈল্পিক চিন্তা করুন ।
২। Themeforest এর মতন সাইটগুলোতে ভিজিট করুন । সেখানে নিত্য নতুন থিম আপলোড হয় । থিমগুলোর ডিজাইন লক্ষ্য করুন । এবং কোন ভাষা ব্যবহার করা হয়েছে ডিজাইনের জন্যে তার ইনফো পড়ুন । ক্রেতাদের রিভিউ পড়ুন । ওখানে অনেকে নিজেদের মতামত দেয় ।তা থেকে বুঝতে পারবেন আপনার কেমন ডিজাইন করা উচিত ।
৩। ইউটিউবে ওয়েব ডিজাইন রিলেটেড ভিডিও লক্ষ্য করুন ।
৪। ফেসবুক , টুইটার , লিঙ্কডইন এর মতন সাইটগুলোতে প্রফেশানাল ওয়েব ডিজাইনদের সাথে যুক্ত থাকুন ।
৫। সব সময় নিজেকে আপডেট রাখুন ওয়েব ডিজাইনে ।
৬ । ওয়েবনিয়ারে অংশ নেন । চেষ্টা করুন ওয়েব ডিজাইন বিষয়ক মিটআপে অংশ নেয়ায় । ডিজাইনদের সাথে আলোচনা করুন ।
৭। ওয়েবসাইট ডিজাইনে সমস্যাগুলো ইউটিউব থেকে জানার চেষ্টা করুন । সমস্যাগুলোর সমাধান নিজে করুন ।
৮। ইউজার ফ্রেন্ডলি ডিজাইনে গুরুত্ব দিন । যাতে ব্যবহারকারী আপনার ডিজাইন পছন্দ করে ।
৯। টেক ফোরামগুলোতে থাকার চেষ্টা করুন । https://www.quora.com/ এর মতন প্রশ্ন – উত্তরের ওয়েবসাইটগুলোতে অন্যদের প্রশ্ন – উত্তর লক্ষ্য করুন।
১০ । Udemy এর মতন ওয়েব অনলাইন লার্নিং সাইটগুলোর টপিকের প্রতি লক্ষ্য করুন । অনেকে নতুন বিষয় কোর্স নিয়ে ওখানে হাজির হয়।
অ্যামাজন থেকে আয় করতে চান? অ্যামাজন এফবিএ থেকে যেভাবে আয় করবেন
লেখক: নাজমুল হাসান মজুমদার, তথ্যপ্রযুক্তি লেখক।