অনলাইন পেমেন্ট ও নিরাপত্তা খাতের সফটওয়্যারের চাহিদা বাড়ছে। এ চাহিদা পূরণে কাজ করছে সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান কণা সফটওয়্যার ল্যাব। সম্প্রতি ছয় বছর পূর্তি উপলক্ষে দেশ ও বিদেশে আরও নতুন প্রকল্প গ্রহণের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
কণা সফটওয়্যার ল্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১২ সালের মে মাসে যাত্রা শুরু হয়েছিল কণার। এ বছর ছয় বছর পূর্ণ করল প্রতিষ্ঠানটি। বর্তমানে পেমেন্ট ও নিরাপত্তা সফটওয়্যার তৈরিতে দেশ ও বিদেশে নানা প্রকল্পে কাজ চলছে।
কণার ব্যবস্থাপনা পরিচালক মিনোয়ার হোসেন জানান, ছয় বছর পূর্ণ করল কণা। ভবিষ্যতে দেশ ও বিদেশে আরও চ্যালেঞ্জিং প্রকল্প নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত বাংলাদেশের ৩০টির বেশি ব্যাংকে চিপ কার্ড সরবরাহ করেছে এ প্রতিষ্ঠান। এর বাইরে ইএমভি, এইচসিই, এনএফসি ও কিউআর কোড প্রযুক্তির অনলাইন পেমেন্ট ও ওয়ালেট সেবা নিয়ে কাজ করে এটি।
মিনোয়ার হোসেন আরও জানান, ব্যবহারকারীর দৈনন্দিন জীবনকে নিরাপদ করতে আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ে আরও নতুন পণ্য ও সেবা তৈরি করে যাবে কণা সফটওয়্যার ল্যাব।
previous post