আইফোনপ্রেমীদের জন্য সুখবর। পছন্দের এই ফোনটির দাম কমতে যাচ্ছে। ১২ বছরে এ নিয়ে দ্বিতীয়বার দাম কমাতে যাচ্ছে অ্যাপল।
যুক্তরাষ্ট্রের বাইরে বিভিন্ন দেশে চাহিদা কমেছে আইফোনের। ফলে বিক্রিও কমেছে পণ্যটির। মার্কিন ডলারের দাম বেড়ে যাওয়াতেও প্রভাব পড়েছে পণ্যটির বাজারে।
সম্প্রতি এ পরিকল্পনার কথা জানিয়েছেন, অ্যাপল প্রধান টিম কুক। তবে কোন কোন দেশে দাম কমানো হবে, তা এখনও স্পষ্টভাবে জানায়নি অ্যাপল।
চলতি মাসের শুরুতেই চীনে দাম কমতে শুরু করেছে আইফোনের। সংস্থার সর্বশেষ মডেল আইফোন এক্সএস বিক্রি হচ্ছে ৯৯৯ ডলারে, আর ২০১৭তে বাজারে আসা আইফোন একই দামে বিক্রি হয়েছে।
টিম কুক জানিয়েছেন, বছরখানেক আগে যা দাম ছিল, সেই দামেই ফিরে যেতে চাইছে সংস্থা।