তিনটি রিয়ার ক্যামেরাসহ 68 মেগাপিক্সেলের নতুন স্মার্টফোন উন্মোচন করেছে চীনের স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে। ফোনটির মডেল হুয়াওয়ে পি ২০ প্রো। ফোনটি খুব শিগগিরিই দেশের বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছেন হুয়াওয়ে। বাংলাদেশে শিগগিরই এই ফোনটি বিক্রির জন্য প্রি-অর্ডার ঘোষণা করা হবে।
মঙ্গলবার (২৭মার্চ) সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসে হুয়াওয়ে তাদের আরে নতুন দুটি ফ্লাগশিপ ফোন অবমুক্ত করে। এগুলো হলো পি ২০ প্রো এবং মেট আর এস।
আন্তর্জাতিক বাজারে পি ২০ প্রোর দাম ৮৯৯ ইউরো। বাংলাদেশে এই ফোনটির দাম এখনো ঘোষণা করেনি। তবে শিগগিরই ঘোষণা করা হবে।
ট্রিপল রিয়ার ক্যামেরার ফোন হুয়াওয়ের পি ২০ প্রো। এতে লেইকার ক্যামেরা সংযোজন করা হয়েছে। ফোনটিতে আছে ৬.১ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x২২৪৪ পিক্সেল।
৬ জিবি র্যামের এই ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। এতে ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে। ফোরজি এলটিই নেটওয়ার্ক সমর্থনযোগ্য এই ফোনটিতে আইপি৬৭ সনদপ্রাপ্ত। অথার্ৎ ফোনটি পানিরোধী।
অ্যানড্রয়েডের সর্বাধুনিক অপারেটিং সিস্টেম ৮.১ অরিও চালিত এই ফোনটির রিয়ারে তিন ক্যামেরার সমন্বয়ে ৪০ মেগাপিক্সেলের ছবি তোলা যাবে। ফ্রন্ট ক্যামেরা ২৪ মেগাপিক্সেলের।
আর্টিফিশিয়াল ইন্টেলেজেন্সি সমৃদ্ধ ফোনটিতে ইউএসবি টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে।