স্মার্ট হোম পণ্যের বাজারে শাওমি নতুন নয়। কি নেই শাওমির ঘরে? এবার এল আরও এক গ্যাজেট। চীনা এই বিখ্যাত টেক কোম্পানি স্মার্টফোন ছাড়াও স্মার্টওয়াচ, স্মার্ট হোম প্রোডাক্টস, রাউটার, ল্যাপটপ ইত্যাদি থেকে শুরু করে স্মার্ট টুথ-ব্রাশ এবং এমনকি স্মার্ট ছাতা এবং বালিশও তৈরি করেছে। সেই সুত্র ধরেই শাওমি বাজারে এনেছে তাদের তৈরি স্মার্ট ময়লার ঝুড়ি।
এই ঝুড়ি ব্যবহারকারীদের ঘরের ময়লা ব্যবস্থাপনা সহজ করবে। এই ঝুড়িতে ময়লায় পরিপূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে তা প্যাকেট হয়ে যাবে। ফলে ঝুড়ি বা ময়লায় কোন স্পর্শ না করেই তা পরিষ্কার করা যাবে সহজে। ঝুড়িতে রয়েছে বিশেষ সেন্সর। ঝুড়ি ময়লায় পূর্ণ হলে তা সেন্সর থেকে সিগন্যাল পাবে। তারপর ময়লা স্বয়ংক্রিয়ভাবে প্যাকেট হয়ে যাবে।
ঝুড়িটি পুরুত্ব ২৪০*৩১০*৪০২ মিলিমিটার। ৩.৫ কেজি ওজনের পাশাপাশি এটি পাওয়ার আউটপুট ১২ ভোল্ট। বিভিন্ন রঙে বাজারে পাওয়া যাবে এটি।শাওমির ইউপিন প্লাটফর্মে পাওয়া যাবে পণ্যটি।
মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯৯ ইয়েন বা প্রায় ২ হাজার ৩০০ টাকা। ১১ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে ডিভাইসটির।
আরও পড়ুন: