দেশের স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয় করে তোলা, শিক্ষার্থীদের সত্যিকার বিজ্ঞানীদের মত চিন্তা ও গবেষণা করতে শেখানোর লক্ষ্য নিয়ে এ বছর সপ্তমবারের মত বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস-২০২০। কংগ্রেসের প্রস্তুতির অংশ হিসেবে ০৬ ও ০৭ মার্চ দিনাজপুর সদরে অবস্থিত চেহেলগাজী শিক্ষা নিকেতনে দুই দিন ব্যাপি ‘কুদরত-ই-খুদা সায়েন্স ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে ১৪টি স্কুলের ৪৭ জন শিক্ষার্থীর অংশগ্রহনে সায়েন্স ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্প এর প্রথমদিন শিক্ষার্থীদের বিজ্ঞান গবেষণা ও বৈজ্ঞানিক কার্যপদ্ধতি, গ্রাফ, মাপজোখ সম্পর্কে ধারণা দেয়া এবং বিভিন্ন মজার মজার সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট দেখানো হয়। বিজ্ঞানকে কিভাবে খুব সহজে ও আনন্দের সাথে শেখা যায়, শিক্ষার্থীদেরকে সে সম্পর্কেও ধারণা দেওয়া হয়। এছাড়াও শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহণের নিয়মকানুন সম্পর্কে অবগত করা হয়। কিভাবে বৈজ্ঞানিক প্রজেক্ট, পেপার ও পোস্টার তৈরি করতে হয় এবং তা উপস্থাপন করতে হয় সেগুলোও তাদের হাতেকলমে তাদেরকে শেখানো হয়। অবৈজ্ঞানিক যুক্তি বাদ দিয়ে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা করতে হয় সেটিও শিক্ষার্থীদের ব্যাখ্যা করা হয়।
ক্যাম্পের ২য় দিনে শিক্ষার্থীদের ৮ টি দলে বিভক্ত করে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনে গবেষণা করে এবং সেই বিষয়টি নিয়ে পোস্টার তৈরি করা ও উপস্থাপণ করা যায় তা হাতে কলমে শেখানো হয়। ৮ টি দলই আলাদা আলাদা ভাবে তাদের গবেষণার বিষয়টি ঠিক করে নেয় এবং এরপর তারা গবেষণায় যুক্ত হয়ে যায়। প্রতিটি দলের সকল সদস্য সক্রিয়ভাবে গবেষণা করে তাদের নিজস্ব বৈজ্ঞানিক পোস্টার তৈরি করে।
ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বৈজ্ঞানিক কার্যপদ্ধতি প্রয়োগ করে গবেষণা করা এবং অনুকল্প পরীক্ষা করে দেখার চেষ্টা চালিয়েছে এই পোস্টারগুলোতে। শিক্ষার্থীদের মাঝ থেকে বিভিন্ন চমকপ্রদ অনুকল্প উঠে আসে যেমন পানিতে চুন মেশালে জীবানু ধ্বংস হয় কিনা, দ্রবের পরিমানের উপর দ্রবণের ঘনত্ব নির্ভর করে?, গাছের উচ্চতার উপর কি গাছের পাতা কি নির্ভরশীল ইত্যাদি বিষয় নিয়ে তারা গবেষণার করে পোস্টার তৈরি করে। বিকাল ৪টা থেকে শিক্ষার্থীরা তাদের বানানো পোস্টার সবার সামনে উপস্থাপন করে। শিক্ষার্থীদের পোস্টার উপস্থাপনের সময় উপস্থিত ছিলেন দিনাজপুর ম্যাথ ক্লাব এর সভাপতি মোহাম্মদ আলী।
ক্যাম্পের অভিজ্ঞতা নিয়ে শিক্ষার্থীরা জানায়, ক্যাম্পে অংশগ্রহণ করার পর বিজ্ঞান নিয়ে তাদের ভুল ধারনাগুলো বদলে গিয়েছে এবং ভবিষ্যতে বৈজ্ঞানিক কার্যপদ্ধতি অনুসরন করেই গবেষনা করবে। তাছাড়া কংগ্রেসে অংশগ্রহণের আগে এরকম প্রস্তুতিমূলক কর্মশালা অংশগ্রহণকারীদের জন্য অনেক উপকারে আসবে—যা শুধু কংগ্রেসের জন্যই নয়, ভবিষ্যতেও আরো বিভিন্ন সময়ে কাজে দিবে।
দুইদিনব্যাপী হওয়া এই সায়েন্স ক্যাম্প নিয়ে শিক্ষার্থীরা ছিলো উচ্ছসিত। ক্যাম্পের অভিজ্ঞতা নিয়ে শিক্ষার্থীরা জানায়, ক্যাম্পে অংশগ্রহণ করার পর বিজ্ঞান নিয়ে তাদের ভুল ধারনাগুলো বদলে গিয়েছে এবং ভবিষ্যতে বৈজ্ঞানিক কার্যপদ্ধতি অনুসরন করেই গবেষনা করবে। তাছাড়া কংগ্রেসে অংশগ্রহণের আগে এরকম প্রস্তুতিমূলক কর্মশালা অংশগ্রহণকারীদের জন্য অনেক উপকারে আসবে—যা শুধু কংগ্রেসের জন্যই নয়, ভবিষ্যতেও আরো বিভিন্ন সময়ে কাজে দিবে।
এর ক্যাম্পটি পরিচালনা করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির অ্যাকাডেমিক টিমের স্বেচ্ছাসেবক জুনায়িদুল ইসলাম, সফল সালেহিন, মুশফিকুর রহমান প্রিয়, মোঃ সাইম সরকার সিফাত এবং নাফিস ফারহান। ক্যাম্পটি আয়োজনে সহযোগিতা করেছে দিনাজপুর ম্যাথ ক্লাব।
দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয় করে তোলা, শিক্ষার্থীদের বিজ্ঞানীদের মতো করে চিন্তা এবং গবেষণা করতে শেখানো এবং আন্তর্জাতিক ভাবে বিজ্ঞান আয়োজনগুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের লক্ষ্য নিয়ে ৩-৪ এপ্রিল ২০২০ তারিখে ঢাকার আগারগাওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ৭ম বারের মতো আয়োজন করা হচ্ছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২০।
তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়া খুদে বিজ্ঞানীরা ৩টি ক্যাটাগরিতে কংগ্রেসে অংশ নিতে পারবে। ক্যাটাগরিগুলো হল প্রাইমারি (৩য়-৫ম শ্রেণি), জুনিয়র (৬ষ্ঠ-৯ম শ্রেণি) এবং সিনিয়র (১০ম-১২শ শ্রেণি)। এই বিজ্ঞান কংগ্রেসে শিক্ষার্থীরা তাদের বৈজ্ঞানিক গবেষণা উপস্থাপন করতে পারবে বৈজ্ঞানিক পেপার, বৈজ্ঞানিক পোস্টার ও বিজ্ঞান প্রজেক্ট এর মাধ্যমে।
রেজিষ্ট্রেশন করতে হবে www.cscongress.net ওয়েবসাইটে গিয়ে। রেজিষ্ট্রেশন চলবে ২ ফেব্রুয়ারি ২০২০ থেকে ১৪ মার্চ ২০২০ পর্যন্ত। রেজিস্ট্রেশনের সময় শিক্ষার্থীকে তার গবেষণার একটি ধারণাপত্র (কনসেপ্ট পেপার) জমা দিতে হবে। নির্বাচিত কনসেপ্ট পেপারের তালিকা প্রতি সপ্তাহে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শুধুমাত্র নির্বাচিত গবেষণাগুলো কংগ্রেসে অংশ নেবার সুযোগ পাবে।
গতবছরের মত এই বছরও কংগ্রেসে গবেষণার জন্য মাকসুদুল আলম বিজ্ঞান ল্যাবরেটরি (ম্যাসল্যাব) থেকে দেয়া হবে গবেষণাবৃত্তি চিলড্রেন্স’ সায়েন্স ফান্ড। গবেষণাবৃত্তির জন্য ওয়েবসাইটের মাধ্যমে প্রপোজাল জমা দিয়ে আবেদন করা যাবে ১ ফেব্রুয়ারি ২০২০ থেকে ২০ মার্চ ২০২০ পর্যন্ত। এখানেও আবেদনকারীদের মধ্য থেকে নির্বাচিত কয়েকজনকে এই ফান্ডের আওতায় রিসার্চ গ্র্যান্ট এবং ট্রাভেল গ্র্যান্ট প্রদান করা হবে। গ্র্যান্টের বিস্তারিত পাওয়া যাবে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের ওয়েবসাইটে।
কংগ্রেসের প্রস্তুতির লক্ষ্যে ফেব্রুয়ারি ও মার্চ মাসজুড়ে সারাদেশে আয়োজিত হচ্ছে অ্যাক্টিভেশন কর্মশালা ও কুদরাত–ই–খুদা সায়েন্স ক্যাম্প।