ফুড চেইনশপ টেস্টি টিবেটের সব আউটলেটে এখন থেকে পাওয়া যাবে কোমল পানীয় কোকা-কোলা। সম্প্রতি এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে কোকা-কোলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।
কোকা-কোলার বোতল প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর তাপস কুমার মন্ডল ও টেস্টি টিবেটের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির রহমান তানিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এই চুক্তির ফলে বাংলাদেশে টেস্টি টিবেটের সব আউটলেটে পাওয়া যাবে কোকা-কোলার বেভারেজ। আগামী তিন বছর সব ধরনের প্রচারণামূলক কার্যক্রমও দুই প্রতিষ্ঠান যৌথভাবে করবে বলে উল্লেখ আছে চুক্তিতে। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।