বছরখানেক হলো অ্যাপভিত্তিক পরিবহন সেবা বেশ জনপ্রিয়তা পেয়েছে ঢাকায়। স্মার্টফোনের এসব অ্যাপের মাধ্যমে গাড়ি কিংবা বাইক ডেকে নেওয়া যায় সহজেই। এমন কয়েকটি অ্যাপ সম্পর্কে জেনে নিন:
উবার
অ্যাপভিত্তিক পরিবহন সেবার প্রথম সফল প্রতিষ্ঠান উবার। ২০০৯ সালে সান ফ্রান্সিসকো ও ক্যালিফোর্নিয়াতে এর সেবা প্রথম চালু করা হয়। বর্তমানে ঢাকা, চট্টগ্রামসহ বিশ্বের প্রায় ৬৩১টি শহরে চালু রয়েছে এ সেবাটি। উবার অ্যাপ ব্যবহার করে ট্যাক্সি বুকিং করা খুবই সহজ। সম্প্রতি উবার তাদের সেবায় মোটরসাইকেলও যোগ করেছে।
অ্যাপ নামানোর ঠিকানা:
অ্যান্ড্রয়েড: https://goo.gl/vrGGQH
আইওএস: https://goo.gl/t1xt7L
পাঠাও
অ্যাপটি জনপ্রিয়তা পেয়েছে মোটরবাইকের জন্য। বিশেষত, ঢাকার রাস্তায় এ মোটরবাইকে যাতায়াতে আগ্রহী অনেকে। চট্টগ্রাম ও সিলেটেও সেবা চালু রয়েছে পাঠাওয়ের। সম্প্রতি মোটরবাইকের পাশাপাশি গাড়ি ও কুরিয়ার সেবাও চালু করেছে।
অ্যান্ড্রয়েড: https://goo.gl/AqXmzJ
আইওএস: https://goo.gl/b8Tgtk
স্যাম—শেয়ার এ মোটরসাইকেল
মোটরসাইকেলের এই অ্যাপটির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। অ্যাপটির বিশেষত্ব হলো, যাত্রী তাঁর গন্তব্য নির্দিষ্ট করে দিতে পারেন অ্যাপে। অর্থাৎ ব্যবহারকারী ও চালকের গন্তব্য প্রায় এক হলে তবেই রাইড শেয়ার করা যাবে।
অ্যান্ড্রয়েড: https://goo.gl/i576wg
আইওএস: https://goo.gl/zZiLMx
মুভ
অ্যাপভিত্তিক এই মোটরবাইক রাইড সেবাটিতে কোনো বেজ ভাড়া নেই। এটা দিয়ে সিএনজিচালিত অটোরিকশাও ভাড়া করা যায়। এ ছাড়া সর্বোচ্চ ৫ কিলোগ্রাম পর্যন্ত পণ্য পরিবহনের ব্যবস্থাও রয়েছে অ্যাপটির সেবায়।
অ্যান্ড্রয়েড: https://goo.gl/W2hksi
বাহন
আগে থেকেই ট্যাক্সি বুকিং দেওয়ার সেবা দিয়ে পরিচিতি পেয়েছে বাহন অ্যাপ। সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সেবা দেয় এ অ্যাপটি। অ্যাপটিতে গাড়ি ও মোটরবাইক দুটিই ডাকার সুবিধা আছে। সাধারণ থেকে বিলাসবহুল পরিবহন সেবাও দেয় বাহন।
অ্যান্ড্রয়েড: https://goo.gl/oxBLtn
আইওএস: https://goo.gl/6CvPTU
সেবা ডট এক্সওয়াইজেড
ওয়েবসাইটভিত্তিক যেকোনো মেরামতের সেবা দেওয়ার প্রতিষ্ঠান ‘সেবা ডট এক্সওয়াইজেড’। সম্প্রতি অনেকটা রেন্ট-এ-কারের মতো অনলাইন সেবাও চালু করেছে প্রতিষ্ঠানটি। সেবার অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট দিনের জন্য আগে থেকেই গাড়ি বুক দেওয়ার সেবা চালু রয়েছে।
অ্যান্ড্রয়েড: https://goo.gl/Aa6nJ5
ইজিয়ার
গত ডিসেম্বরে পূর্ণাঙ্গভাবে চালু হয়েছে রাইড শেয়ারিং অ্যাপ ইজিআর। এর আগে এটি পরীক্ষামূলকভাবে চালু ছিল। অ্যাপটি ব্যবহারে খুবই সাবলীল অভিজ্ঞতা পাবে ব্যবহারকারী ও চালক দুজনেই। চালকদের কাছ থেকে ১৫ শতাংশ কমিশন রাখবে ইজিয়ার।
অ্যান্ড্রয়েড: https://goo.gl/AuQmDA
সহজ রাইডস
অনলাইন বাসের টিকিট বুকিং দেওয়ার সেবা দিতে দেশজুড়েই শীর্ষ জনপ্রিয় সহজ। সাম্প্রতিক প্রতিষ্ঠানটি তাদের মোটরবাইক রাইড শেয়ারভিত্তিক সেবাও চালু করেছে। শুরুর দিকে এখন শুধু রাজধানী ঢাকা শহরেই এ সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে শুধু অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই চলবে এ অ্যাপ।
অ্যান্ড্রয়েড: https://goo.gl/XDYS6h