ক্লাউড সেবা গ্রহণের জন্য সম্প্রতি মোবাইল ফোন অপারেটর রবি’র সাথে একটি চুক্তি সই করেছে দেশের শীর্ষ রেকর্ড ম্যানেজমেন্ট কোম্পানি ডেটাফোর্ট। ডেটাফোর্ট হচ্ছে ইনফোফোর্ট এলএলসি’র একটি প্রতিষ্ঠান যা বাংলাদেশসহ ১৯টি দেশে রেকর্ড ম্যানেজমেন্ট সল্যুশন প্রদান করে।
চুক্তিটি শুধু ডেটাফোর্ট লিমিটেড’র মধ্যে সীমাবদ্ধ নয়। এর আওতায় ডেটাফোর্ডের সহযোগী ও অঙ্গপ্রতিষ্ঠানগুলোও রবি’র সেরা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার প্যাকেজ’র সর্বোত্তম অফারগুলো উপভোগ করতে পারবে।
রবি’র কানেকটেড বিজনেস’র ভাইস প্রেসিডেন্ট জায়েদ সাদাত এবং ডেটাফোর্ট’র ডিরেক্টর অ্যান্ড সিইও এম এইচ খসরু সম্প্রতি রাজধানীর রবি কর্পোরেট অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের প¶ে চুক্তিটি সই করেন।
এসময় রবি’র লিগ্যাল অ্যাফেয়ার্স’র ভাইস প্রেডিডেন্ট আহমেদ ইকবাল পারভেজ, ফিন্যান্সর’র ভাইস প্রেসিডেন্ট অজয় দাস, কোম্পানি সেক্রেটারিয়েট’র ভাইস প্রেসিডেন্ট মো. শাহিদুর রহমান, কানেকটেড বিজনেস’র জেনারেল ম্যানেজার ফিরোজ রাজ্জাক, জেনারেল ম্যানেজার সৈয়দ আসিফ আহমেদ, কানেকটেড বিজনেস’র ম্যানেজার আমরান কবির, ফিন্যান্স’র ম্যানেজার মো. আমিরুল ইসলাম, ফিন্যান্স’র ম্যানেজার মো. শহীদুল আমিন এবং ডেটাফোর্ট’র হেড অব বিজনেজ অপারেসন্স মো. সৈকত হুসাইন চৌধূরী, হেড অব কর্পোরেট আইটি ইয়াসিন হুদা এবং কর্পেরেট আইটি’র ম্যানেজার ফয়সাল মোহাম্মদ উপস্থিত ছিলেন।
টেলিযোগাযোগ কোম্পানি হিসেবে রবি’ই প্রথম দেশে ক্লাউড সল্যুশন প্রদান করছে। ‘লোকাল ক্লাউড, গ্লোবাল স্ট্যান্ডার্ড’ ট্যাগলাইন’র দ্বারা অনুপ্রাণিত হয়ে রবি’র স্থানীয় ক্লাউড গ্রাহকদের দ্রুত ও সাশ্রয়ী মূল্যে ডেটা ট্রান্সফারের নিশ্চিয়তা প্রদান করছে। ডিজিটাল অবকাঠামো সেবায় বিশ্বমানের মান বজায় রেখে স্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞদের সহায়তায় রবি ক্লাউড সল্যুশন ইতোমধ্যে বাজারে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।
previous post