এবার গাড়ি চালনার সুবিধার্থে গুগল ম্যাপের অ্যাপ্লিকেশনের নয়া সংস্করণে জুড়তে চলেছে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভিং মোডের মত একাধিক গুরুত্বপূর্ণ ফিচার। রিপোর্ট অনুযায়ী, গত ডিসেম্বর মাসের আপডেট থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাপ ব্যবহারকারীরা এই উন্নত অ্যাসিস্ট্যান্ট ড্রাইভিং মোডের দেখা পেয়েছিলেন। তবে সম্প্রতি গুগলের একটি ব্লগ পোস্টে এই ফিচারের সম্প্রসারণ এবং আরও আধুনিক ফিচার লঞ্চের কথা প্রকাশ্যে আনা হয়েছে। ফলে এখন থেকে গাড়িচালকেরা গুগল-এর এই ভার্চুয়াল মানচিত্র ব্যবহার করে আরো বেশী পরিমাণে উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে। সেক্ষেত্রে, অ্যাপের এই নতুন ফিচারগুলিকে আপাতত জার্মানিতে বিশেষভাবে পরখ করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
তবে গুগল ম্যাপের নতুন ড্রাইভিং মোড ফিচার সম্পর্কে অ্যান্ড্রয়েড ইউজারদের মধ্যে অনেক জিজ্ঞাসা থাকলেও, এর বিশেষত্বগুলি সম্পর্কে গুগলের পক্ষ থেকে বিশদে কিছুই জানানো হয়নি। যদিও ড্রাইভিং মোড ফিচার সংস্কারের ফলে অনেকক্ষেত্রেই অ্যান্ড্রয়েড অটো (Android Auto) অ্যাপ্লিকেশনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে বলে প্রযুক্তিজগতের অনুমান। তাছাড়া এতে নতুন অপ্টিমাইজ UI বা ইউজার ইন্টারফেস আসার সম্ভাবনা রয়েছে যা আমাদের যাত্রাকে আরো নিরাপদ এবং নির্বিঘ্ন করে তুলবে।
অবগতির জন্য জানিয়ে রাখি যে, গুগল ম্যাপের নতুন ড্রাইভিং মোড ফিচার অ্যাক্সেস করতে হলে চালকের ডিভাইসটিকে অন্তত অ্যান্ড্রয়েড ৯ ওএস দ্বারা পরিচালিত এবং ৪ জিবি র্যাম সম্পন্ন হতে হবে।
প্রসঙ্গত, এই ফিচারটি ঠিক কবে উপলব্ধ হবে সেই বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেনি টেক জায়ান্ট সংস্থাটি। তবে আগামী কয়েক মাসের মধ্যেই গুগল ম্যাপের এই অ্যাসিস্ট্যান্ট ড্রাইভিং মোড ফিচারযুক্ত নতুন আপডেট বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের জন্য রোলআউট করা হবেই আমাদের ধারণা!