Logita (লজিটা) সফটওয়্যার শপ লিমিটেড (এস,এস,এল ওয়ারলেস) কর্তৃক ডেভেলপকৃত একটি অত্যাধুনিক লজিস্টিক সফটওয়্যার। এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে একটি লজিস্টিক সার্ভিস প্রদানকারী কোম্পানি সহজেই তাদের দৈনন্দিন কার্যক্রম, যেমন- পন্য পিকআপ, ডেলিভারী, ট্রাকিং, যানবাহন, কেন্দ্র পরিচালনা ইত্যাদি করতে পারে। Logita একটি পূর্ণাঙ্গ টেকনিকাল সমাধান (সফটওয়্যার/পোর্টাল) যা ওয়েব এবং মোবাইল দুই মাধ্যম থেকেই ব্যবহার করা যায়। এটি ব্যবহার করলে সনাতন পদ্ধতির হাতে লেখা লেজারবুক সংরক্ষনের প্রয়োজন হয়না এবং মেনুয়াল হিসাব-নিকাশের ঝামেলাও থাকেনা। প্রতিটি পন্যের পিকআপ, রিসিভ, সংগ্রহ, সংরক্ষণ থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত প্রতিটি পর্যায় ধাপে ধাপে ট্রাকিং করা যায় এই সফটওয়্যারের মাধ্যমে। অর্ডার ও সার্ভিসের মূল্য নির্ধারন, পেমেন্ট সংগ্রহ এখন অনেক সহজ ও যুগোপযোগী। সফটওয়্যারটির মোবাইল অ্যাপ সংস্করনের মাধ্যমে ডেলিভারীম্যান বা রাইডারের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা এবং রাইডার ও পন্য কোন অবস্থায় ও অবস্থানে আছে তা সহযেই অনুসরন করা যায়। এর ফলে পন্য খোয়া যাওয়া, পেমেন্ট ও বিলের পরিমানের গরমিল বন্ধ করা যায়। প্রাপক নিজেও এই সফটওয়্যারের ওয়েব বা মোবাইল ভার্সন ব্যবহার করে তার পন্যের অবস্থা পর্যবেক্ষন করতে পারেন। Logita’র বিশেষ কিছু ফিচার ও ব্যবহারোপযোগীতাঃ
১. ক্যাটেগরি অনুসারে পন্য ব্যবস্থাপনা ও পরিচালনা
২. মার্চেন্ট ব্যবস্থাপনা ও পরিচালনা (মার্চেন্ট ম্যানেজমেন্ট)
৩. ডেলিভারী যানবাহনের ধরন নির্ধারন ও যানবাহন ব্যবস্থাপনা
৪. ডেলিভারীম্যান/রাইডার/ড্রাইভার নিয়োগ ও ব্যবস্থাপনা
৫. কেন্দ্র (হাব) ব্যবস্থাপনা ও পরিচালনা
৬. ব্যবহারকারী ব্যবস্থাপনা (ইউজার ম্যানেজমেন্ট)
৭. ঠিকানা/অবস্থান যোগ, পরিমার্জন ও ব্যবস্থাপনা
৮. মূল্য, মূল্যহ্রাস, মূল্যহ্রাসের হার, মূল্য পরিশোধের মাধ্যম নির্ধারন ও ব্যবস্থাপনা
১০. পিকআপের সময় নির্ধারন, বাছাই ও ব্যবস্থাপনা
১১. মার্চেন্ট অ্যাডমিন কর্তৃক অর্ডার এন্ট্রি ও ব্যবস্থাপনা
১২. একসাথে একাধিক (বাল্ক) অর্ডার প্লেস করা
১৩. হাব ব্যবস্থাপক কর্তৃক অর্ডার ব্যবস্থাপনা
১৪. চালান, পিকআপ, ডেলিভারী, অন্তর্মুখী এবং বহির্গামী পন্য ব্যবস্থাপনা
১৫. ফেরত আসা পন্য ও ইনভেন্টরি ব্যবস্থাপনা
১৬. গুদাম (ওয়ারহাউস) ব্যবস্থাপনা
১৭. ট্রিপ ম্যানেজমেন্ট
১৮. বিল, পেমেন্ট ও অ্যাকাউন্ট ব্যবস্থাপনা