ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী বলেছেন, ভূমিসেবা ডিজিটাইজেশন মনিটরিং সেলের মাধ্যমে সমগ্র বাংলাদেশের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম নিরীক্ষা করা হবে। রোববার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় ভূমি সচিব সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
ভূমি সচিব আরও বলেন, নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে মাঠ পর্যায়ে কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্বলতা চিহ্নিত করে এর কর্মক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে সঠিক ভূমি সেবা নিশ্চিত করার জন্যে ভূমিমন্ত্রী ডিজিটাল মনিটরিং সেল গঠনের নির্দেশ প্রদান করেন। খুব শিগগিরই এর কার্যক্রম পুরোদমে শুরু হবে।
ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা সহ ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর/সংস্থার প্রধান কিংবা তাদের প্রতিনিধি ও ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন।