জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন (জেইউএমইউএনএ) তাদের তৃতীয় বার্ষিকী পালন করল। বাংলাদেশি সব এমইউএন বা মুন উদ্যোক্তাদের একসঙ্গে করে ফাউন্ডারস মিট আপে পরিণত হয় ২০ এপ্রিলের এ আয়োজন। এ আয়োজনে আকর্ষণ হিসেবে ছিল বিশেষ ওয়ার্কশপ। মডেল ইউনাইটেড ন্যাশনস সম্পর্কে অংশগ্রহণকারীরা এ ওয়ার্কশপে ধারণা পান। এ ছাড়া বাস্তব জীবনে সাংগঠনিক দক্ষতা প্রয়োগ করে কিভাবে নেতৃত্ব দিতে হয় তার ধারণা পান। ২২ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০০ জনের বেশি শিক্ষার্থী এতে অংশ নেন। আমাদের দেশে প্রথমবারের মতো মুন সার্কিটের ২০ জনের বিশি পথপ্রদর্শক এতে উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন বর্তমান সভাপতি শুকরানুল হক মাহির এর উদ্বোধন করেন। জামুনার প্রতিষ্ঠাতা রিয়াজুল করিম ছাড়াও সানি সানওয়ার, মোজাম্মেল হক তাদের বক্তব্য তুলে ধরেন। কর্মশালায় ছিলেন আনত্মর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. আবদুল্লাহ হেল কাফি।