আপনার মেইলে প্রতিনিয়ত প্রচারণামূলক অনেক মেইল আসে। অপ্রয়োজনীয় এ সব মেইলের ভিড়ে গুরুত্বপূর্ণ মেইল খুঁজে প্রায়ই সময় নষ্ট হয়। এ ঝামেলা থেকে মুক্তি দিতে জিমেইলে সব সময় স্প্যামিং করা হয় যে সব মেইল আইডি থেকে সেগুলো ব্লক করে রাখা যাবে। সহজে কিভাবে কাজটি করতে হবে তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।
জিমেইল আইডিতে লগইনের পর ডান পাশে উপরে থাকা সেটিংস আইকনে ক্লিক করে সেটিংস অপশনে যেতে হবে। এরপর নতুন একটি পেইজ চালু হবে। সেখান থেকে ‘filters and blocked addresses’-এ ক্লিক করতে হবে।
তারপর ‘create a new filter’ অপশনে ক্লিক করতে হবে।
পরবর্তী ধাপে নতুন একটি পপআপ পেইজ চালু হবে। সেখানে ‘ভৎড়স’ অপশনে যে মেইল আইডিটি ব্লক করতে চান তা দিতে হবে। এরপর ‘create filter with this search’ অপশনে ক্লিক করতে হবে। এরপর আবার নতুন আরেকটি পপআপ পেইজ চালু হবে। সেখানে ‘delete it’ অপশনটি নির্বাচন করে ‘create filter’-এ ক্লিক করতে হবে। তাহলেই নির্বাচিত মেইল আইডি থেকে মেইল আসলে তা স্বয়ংক্রিয়ভাবে ডিলেট হযে যাবে।