ছবি ঝাপসা বা ফ্যাকাসে হয়ে যেতে পারে। এই ঝাপসা বা ফ্যাকাসে ছবির সমস্যা সমাধানে চলে এসেছে ‘পিকনিক’ নামে একটি অ্যাপ। অ্যাপটি চটজলদি আপনার ছবিকে সুন্দর, স্পষ্ট, চকচকে করে দিতে পারে।
এক নজরে অ্যাপটি ফিচার সমূহ:
- অ্যাপটিতে রয়েছে চমৎকার কিছু ফিল্টার। যা ছবির রঙ অনুযায়ী কাজ করবে।
- ছবির মূল অবজেক্ট ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডের রঙ পরিবর্তন করে ছবি আরও সুন্দর করে তুলতে পারে এই অ্যাপ।
- অ্যাপটি দিয়ে ছবি সম্পাদন করে তা ফোনের ইন্টারনাল মেমোরিতে সংরক্ষণ করা যাবে।
- চাইলে অ্যাপটির মাধ্যমে ছবি তোলা যাবে।
- ছবি তোলার সময় লাইট কমানো ও বাড়ানো যাবে।
- চাইলে ছবিটি সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা যাবে।
- অ্যাপটির ইউজার ইন্টারফেইস বেশ সুন্দর। এখানে ব্যবহারকারীরা সহজেই কয়েক ক্লিক ছবি সম্পাদন করতে পারবেন।
৭০ মেগাবাইট সাইজের অ্যাপটি ১ লাখের বেশি বার ডাউনলোড করা হয়েছে এবং প্লেস্টোরে অ্যাপটির রেটিং ৪.৫। বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে।