গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বড়সড় বিমান টেনে নিয়ে গিয়ে নাম লেখাল টেসলার মডেল এক্স এসইউভি গাড়ি। অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে ২ লাখ ৮৭ হাজার পাউন্ডের প্রায় এক হাজার ফুট লম্বা বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বিমান টেনে নিয়ে যাচ্ছে টেসলার এসইউভি। ওই সময়ে সে বিমানে অল্প জ্বালানি ছিল, তবে কোনো যাত্রী বা মালামাল ছিল না।
টেসলা জানিয়েছে, এটি তাদের এই মডেলের গাড়ির জন্য বড় কৃতিত্ব। এই মডেলের গাড়ি সাড়ে পাঁচ হাজার পাউন্ড ওজন টেনে নিতে যেতে পারে। ফিন্যান্সিয়াল রিভিউ নামের একটি অনলাইন বলছে, গাড়িটি বোয়িং ড্রিমলাইনারকে প্রায় ৩০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। অবশ্য এবারই প্রথম নয়। ২০১১ সালে কান্তাস এয়ারওয়েজের একটি বোয়িং ৭৩৭-৮০০ বিমান এস্তোনিয়ার রানওয়েতে টেসলার মডেল এস পি৯০ ডির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিল। প্রতিযোগিতায় শেষ পর্যন্ত বিমান জিতলেও বেশ মারমার কাটকাট প্রতিযোগিতা হয়েছিল সেবার।
তথ্যসূত্র: সিএনএন