এবার সার্ফবোর্ড আনলো টেসলা । এর আগে সুড়ঙ্গ খননকারী প্রতিষ্ঠান ‘বোরিং কম্পানি’ ব্র্যান্ডেড হ্যাট এবং ফ্লেইম থ্রোয়ার বিক্রি করেছেন মাস্ক। রোববার নিজেদের ব্র্যান্ডেড সার্ফবোর্ড উন্মোচন করেছে তার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের প্রচারণায় কয়েক বছর ধরেই আকর্ষণীয় কিছু পণ্য বাজারে এনেছেন মার্কিন প্রকৌশলী ইলন মাস্ক। তারই ধারাবাহিকতায় এবার ‘সার্ফবোর্ড’ উন্মোচন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান।
দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, এই সার্ফবোর্ডের দাম ধরা হয়েছে ১৫০০ মার্কিন ডলার। লস্ট সার্ফবোর্ডস এর সঙ্গে এই টেসলা সার্ফবোর্ডটির ডিজাইন করেছে টেসলার ডিজাইন স্টুডিও।
ইতোমধ্যেই হ্যাট, শার্ট, পাওয়ারব্যাংক এবং বাচ্চাদের চালানোর মতো গাড়ি বিক্রি করেছে টেসলা। এবার এতে নতুন মাত্রা যোগ করতে সার্ফবোর্ড উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। বলা হয়েছে, টেসলা গাড়ির মতো ফিনিশিং দেওয়া হয়েছে সার্ফবোর্ডে এবং ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার। সার্ফবোর্ডের ওপরে এবং নিচে রয়েছে টেসলার লোগো।
সীমিত সংখ্যায় বিক্রি করা হবে এই সার্ফবোর্ড। মাত্র ২০০টি বোর্ড বানানোর কথা বলা হয়েছে যার সবগুলো বোর্ড ইতোমধ্যে বিক্রিও হয়ে গেছে বলেও উল্লেখ করা হয়। যেসব আগ্রহী ক্রেতা পণ্যটি অর্ডার করতে পারেননি তাদের জন্য আরেকটি সুযোগ থাকতে পারে ই-কমার্স প্রতিষ্ঠান ইবে’র সাইটে। কিছু সার্ফ বোর্ড সম্ভবত সেখানে বিক্রির তালিকায় উঠবে। সেক্ষেত্রে সার্ফবোর্ডটি কিনতে গ্রাহককে সম্ভবত গুণতে হবে ২০০০ থেকে ৫০০০ মার্কিন ডলার।