এক্সট্রিম হাই স্পিড ওয়াইফাই এক্সপ্রিয়েন্সের জন্য টোটোলিংক এ৩ রাউটার নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড।টোটোলিঙ্কের এসি ১২০০ মিনি ডুয়েল ব্যান্ডের রাউটারটিতে রয়েছে ইজি সেটআপ এবং প্যারেন্টাল কন্ট্রোল।ফ্লেক্সিবল ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট, অ্যাক্সেস কন্ট্রোলের জন্য মাল্টিপল ওয়্যারলেস নেটওয়ার্ক এবং ভিপিএনসহ সিম্পল ও সিকিউর রিমোট অ্যাক্সেস সমৃদ্ধ রাউটারটিতে রয়েছে ২*৫ ডিবিআই ফিক্সড অ্যান্টিনা।মাল্টিপল এসএসআইডি, ওয়্যারলেস ব্রিজ, ম্যাক অথেনটিকেশন, ডাব্লিউপিএস, ডাব্লিউডিএস, ওয়্যারলেস সিডিউল ফাংকশন ও ইন্টারনেট অ্যাক্সেস কন্ট্রোল সম্পন্ন রাউটারটিতে আরও রয়েছে কিউওএস, কানেকশন কন্ট্রোল, সিস্টেম লগ, এডমিন সেটআপ, ব্যাকআপ ও রিস্টোর এবং পাওয়ার অ্যাডাপ্টর, ইথারনেট ও কুইক ইন্সটেলেশন গাইড।রাউটারটি মূল্য দুই হাজার ৬০০ টাকা।
Baadshah
Baadshah is a professional It blogger and writer.
previous post
৩০ টেরার এসএসডি আনছে স্যামসাং
next post