নবম `ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৮` শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি থেকে। এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) শুরু হবেএ মেলা। পাঁচ দিনের এই আসরে কম্পিউটার সিটি সেন্টারে অবস্থিত ৬৫০টি প্রতিষ্ঠান নিজেদের হালনাগাদ প্রযুক্তিপণ্য ও সেবা প্রদর্শন করবে।
মেলা উপলক্ষে মূল্য ছাড়সহ বিভিন্ন উপহারও দেবে তারা। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ র্যাফল ড্রয়েরও আয়োজন করা হবে। প্রবেশ মূল্য ১০ টাকা হলেও স্কুলশিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে।
কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার লোগো উন্মোচন করেন সমিতির সভাপতি ও ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৮-এর আহ্বায়ক তৌফিক এহেসান।