যুক্তরাজ্যের রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা ফেসবুক তথ্য কেলেঙ্কারিতে বন্ধ হচ্ছে। বুধবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি এখন দেওলিয়া হওয়ার পথে রয়েছে। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করে কেমব্রিজ অ্যানালিটিকা। এটি লন্ডনভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান।
সে সময় একটি অ্যাপের মাধ্যমে কয়েক কোটি ফেসবুক গ্রাহকের তথ্য হাতিয়ে তা ওই নির্বাচনের প্রচারের কৌশল নির্ধারণে কাজে লাগানো হয় বলে তথ্য ফাঁস হয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের শিবিরের পক্ষে কাজ করা কেমব্রিজ অ্যানালিটিকা ফেসবুক ব্যবহারকারী ও তাঁদের বন্ধুদের তথ্যভান্ডারে ঢোকার সুযোগ পেয়েছিল। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, তাদের ভুল বুঝিয়ে গবেষণার নামে তারা এসব তথ্যের নাগাল পায়। তারা দাবি করেছিল, এসব তথ্য শুধু গবেষণার কাজে লাগানো হবে। এতে মানুষের নাম, অবস্থান, লিঙ্গ, তাদের পছন্দ-অপছন্দের তথ্য ছিল। এ ঘটনা কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি হিসেবে পরিচিত পেয়েছে।
ফেসবুকও বিষয়টি স্বীকার করে। তাদের আট কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য নিয়েছিল কেমব্রিজ অ্যানালিটিকা।এই তথ্য ফাঁস হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে কেমব্রিজ অ্যানালিটিকা। এজন্য ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারবার্গকেও জবাবদিহি করতে হয়। কেমব্রিজ অ্যানালিটিকা কর্তৃক ফেসবুকের তথ্য ব্যবহার নিয়ে যে কেলেঙ্কারি ঘটেছে, তার ব্যাপারে মার্ক জাকারবার্গ দুঃখ প্রকাশ করেছিলেন।
তথ্য: গার্ডিয়ান অনলাইন