এই তীব্র শীতে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ফ্রেন্ডস ফাউন্ডেশন–২০০১। মেহেরপুর জেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের ২০০১ সালের ব্যাচের শিক্ষার্থীরা মিলে স্বেচ্ছাসেবমূলক এ ফাউন্ডেশন গড়ে তোলে।
এখান থেকে দরিদ্র শিক্ষার্থীদের সহায়তাসহ অসহায় ও দরিদ্রদের সহায়তায় নানা কর্মসূচি নেওয়া হয়। সেই ধারাবাহিকতায বন্ধুদের সহায়তায় মেহেরপুর এলাকার ১২০ জনের বেশি দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে এ সংগঠনটি।
আজ শুক্রবার সকালে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষকদের হাত থেকে শীতবস্ত্র নেন দরিদ্ররা। এ সময় শিক্ষকেরা এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন।
কম্বল হাতে পেয়ে একজন বলেন, ‘এই শীতে এ কম্বল হাতে পেয়ে অনেক উপকার হল। আমাদের এলাকায় ম্যালা শীত। এ রাম কম্বল শীত ভাঙাতি পারবি। তোমাদের জন্য দোয়া রইল।’
কম্বল বিতরণের সময় আমঝুপি হাই স্কুলের শিক্ষার্থী ও ফ্রেন্ডস ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনটির সভাপতি মো. মিন্টু হোসেন বলেন, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। এরকম উদ্যোগ ভবিষ্যতে আরও নেওয়া হবে। বন্ধুদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ।