কয়েকদিন ধরেই জোর গুঞ্জন ই-কমার্স সাইট দারাজ ব্যবসা গোটাচ্ছে। তবে এক বিজ্ঞপ্তিতে দারাজ বলেছে, রকেট ইন্টারনেটের এশিয়ার কার্যক্রম এশিয়া প্যাসিফিক ইন্টারনেট গ্রুপ (এপিএসিআইজি) বন্ধ হচ্ছে না। বন্ধের খবরটিকে ভিত্তিহীন ও ভুয়া বলে জানিয়েছে রকেট ইন্টারনেটের পক্ষ থেকে। দারাজের পক্ষ থেকে জানা যায়, গত কয়েকদিন ধরে একটি দেশীয় টেক পোর্টালের নিউজের ভিত্তিতে অনলাইন মিডিয়ায় প্রশ্ন উঠছে- দারাজ কি ব্যবসা গুটাচ্ছে?- এই প্রশ্নই ভিত্তিহীন। কারণ, মূল যে আর্টিকেলটি ছাপা হয়েছিল, ‘দ্য লোডাউন মোমেন্টাম’-এ (https://thelowdown.momentum.asia/rocket-internet-exits-southeast-asia/ ), তার বিপরীতে রকেট ইন্টারনেট ইতিমধ্যেই ‘টেক ইন এশিয়া’য় স্টেটমেন্ট (https://www.techinasia.com/rocket-internet-apacig-zenrooms-sale) দেয়। সেখানে বলা হয়েছে ওই আর্টিকেলটাই ভিত্তিহীন। সাউথ-ইস্ট এশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার কোন সম্ভাবনা নেই রকেটের। এদিকে দারাজ বাংলাদেশ প্রসঙ্গে আরও জানানো হয়, রকেট ইন্টারনেট ছাড়াও দারাজ বাংলাদেশের আরও একাধিক ইনভেস্টর আছে। সুতরাং দারাজ বন্ধ হয়ে যাচ্ছে এই কথাটি পুরোপুরি ভিত্তিহীন।