বিশ্ববিখ্যাত মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ড নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট দেশের বাজারে নিজেদের নতুন মেমোরি নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটি গেমারদের থেকে বিপুল জনপ্রিয়তা পাওয়ায় এখন আর শুধু দু একটি প্রোডাক্ট না বরং প্রায় সব ধরনের কম্পিউটার পার্টস তৈরীর দিকেই মনোযোগ দিয়েছে। সেজন্যই বর্তমানে এসএসডি ও মেমোরি তারা বাজারে নিয়ে এসেছে। তারই ধারাবাহিকতায় তারা বাজারে নিয়ে আসছে ১৬ জিবি ২৬৬৬ মেগাহার্জের মেমোরি।
এই মেমোরি কিটে রয়েছে দুটি ৮ জিবি সাইজের মেমোরি। এর ফ্রিকোয়েন্সি ডিডিয়ার-৪ ২৬৬৬ বাস।
র্যামগুলো যাতে বেশি গরম না হয় এজন্য এতে কালো কালারের হিট স্প্রেডার ব্যবহার করা হয়েছে। এগুলো দেখতে সুন্দর ও সে সাথে লো প্রোফাইল হওয়ায় বড় প্রসেসর কুলার লাগাতে গেলেও কোন সমস্যা হবে না।
মেমোরিটি স্মার্ট টেকনোলজি দেশের বাজারে নিয়ে এসেছে এবং এর বাজারমূল্য ধরা হয়েছে ১৪ হাজার টাকা। সব দিক বিবেচনা করে এই দামে এই মেমোরিটি গেমারদের পছন্দের তালিকার শীর্ষে অচিরেই জায়গা করে নেবে বলে আশা করা যায়।