দেশের বাজারে নতুন ল্যাপটপ, দাম দুই লাখ টাকা। এ ল্যাপটপ লেনোভোর।
দেশের বাজারে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটযুক্ত নতুন কোপাইলট প্লাস ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।
‘লেনোভো ইয়োগা স্লিম ৭আই’ মডেলের ল্যাপটপটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স এলিট এক্স১ই-৭৮-১০০ প্রসেসর থাকায় সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিভিন্ন কাজ করার পাশাপাশি উন্নত গ্রাফিকসের গেম খেলা যায়।
ল্যাপটপটির দাম ধরা হয়েছে ২ লাখ ২৫ হাজার টাকা। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪.৫ ইঞ্চি স্পর্শনির্ভর পর্দার ল্যাপটপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে সহজে বিভিন্ন কাজ করার পাশাপাশি একসঙ্গে একাধিক সফটওয়্যার ব্যবহার করা যায়। শুধু তা–ই নয়, পর্দার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হওয়ায় উন্নত মানের ছবি ও ভিডিও দেখা যায় ল্যাপটপটিতে।
৩২ গিগাবাইট র্যামযুক্ত ল্যাপটপটির ধারণক্ষমতা ১ টেরাবাইট। ডলবি অ্যাটমোস অপটিমাইজড প্রযুক্তির একাধিক স্টেরিও স্পিকারযুক্ত ল্যাপটপটিতে ৪টি মাইক্রোফোনও রয়েছে।
ব্লুটুথ ৫.৪ এবং ওয়াইফাই ৭ প্রযুক্তি সমর্থন করা ল্যাপটপটিতে ৬৫ ওয়াটের ইউএসবি টাইপ সি অ্যাডাপ্টর থাকায় দ্রুত চার্জ করা যায়। ফলে চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না।