৯ কোটির মাইলফলক পার হয়েছে ইন্টারনেট ইউজার। দেশে সক্রিয় ইন্টারনেট ইউজার সংখ্যা ৯ কোটির মাইলফলকে পৌঁছেছে। আগস্ট মাসের হিসাবে, দেশে মোট ইন্টারনেট ইউজার সংখ্যা ৯ কোটি ৫ লাখে দাঁড়িয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসির হিসাব বলছে, গত এক মাসে দেশে ইন্টারনেট ইউজার পরিমাণ বেড়েছে প্রায় ১৯ লাখ।চলতি বছরের জুলাই মাসে ইন্টারনেট ইউজার ছিল আট কোটি ৮৬ লাখ ৮৭ হাজার। এর আগে গত বছরের নভেম্বরে দেশে আট কোটি ইন্টারনেট ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছিল। এর পরের এক কোটি গ্রাহক বাড়তে সময় লাগলো ৯ মাস।বিটিআরসির হিসাবে দেশে এখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর পরিমাণ আট কোটি ৪৬ লাখ ৮৫ হাজার।
অন্যদিকে দ্রুত কমতে থাকা ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহারকারীর পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ হাজারে।তবে আইএসপি এবং পিএসটিএন মিলিয়ে গ্রাহক রয়েছে ৫৭ লাখ ৩৩ হাজার।
সর্বশেষ ৯০ দিনের মধ্যে যেসব গ্রাহক একবার হলেও তাদের ফোনে ইন্টারনেট ব্যবহার করেন তাদেরকেই সক্রিয় গ্রাহক হিসেবে গণনা করে বিটিআরসি।