কিছু দিনের মধ্যেই দেশে ৪জি আসছে। খবরটি সকল মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য ভালো খবর হলেও এখনই ভালো নয় আইফোন ব্যবহারকারীদের জন্য। শুরুতেই ৪জি পাচ্ছেন না অ্যাপল ব্যবহারকারীরা মুঠোফোন অপারেটরদের সূএ জানায়, আইফোনে ৪জি আসতে কিছুটা সময় লাগবে। আর সেটা ৪ থেকে ৫ সপ্তাহ হতে পারে। তার মানে হলো র্মাচের শেষের দিকে ৪জি আসতে পারে আইফোন। বাংলাদেশের মোবাইল অপারেটরদের সাথে কিছু কারিগরি বিষয় যথাযথভাবে করতে এ সময় লাগবে অ্যাপলের। তাই বাংলালিংক, রবি বা গ্রামীণফোন আইফানে গ্রাহকদের কেউই ৪জি পাচ্ছেন না।
previous post