এক বা দুই বা তিন নয় একেবারে ৫ ক্যামেরার নকিয়া ফোন এবার দেখবেন। নকিয়া কয়েক বছর আগেও স্মার্টফোন প্রযুক্তির সঙ্গে দৌড়পাল্লায় হাঁপিয়ে গিয়ে প্রায় বিলুপ্তির পথে চলে যেতে বসেছিল। সেই নকিয়া আবারও তাদের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে ৫ ক্যামেরার ফোন আনছে।
নকিয়ার নতুন আকর্ষণ নকিয়া (২০১৮) তে পাঁচটি লেন্স যুক্ত হতে যাচ্ছে যা শিগগিরই বাজারে আসতে চলেছে। ।তবে নকিয়ার কোন ফোনে এই ক্যামেরা সিস্টেম থাকবে তা নিয়ে ছিলো জল্পনা-কল্পনা।
নকিয়া ৮ এর নতুন সংস্করণ নকিয়া ৮ প্রো ফোনটিতে থাকবে পাঁচটি লেন্স।লেন্স ৫টি হলেও ক্যামেরার সেন্সর থাকবে দুটি। লেন্সগুলোর বিশেষত্ব হলো সেগুলো ঘুরে ঘুরে প্রয়োজন অনুযায়ী ক্যামেরার সামনে চলে আসবে। ১৩ মেগাপিক্সেল আরজিবি সেন্সর এবং ১৩ মেগাপিক্সেল কোডনেম সেন্সরের থাকছে এই ক্যামেরা। মোবাইল ফটোগ্রাফারদের অভিনবতা তুলে ধরতে পারে এই ফোনের ক্যামেরা।
ফ্ল্যাগশিপ পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর । নকিয়া ৮ প্রো এর ডিসপ্লের অনুপাত ১৮:৯ হতে যাচ্ছে। আর এই ফোনের ক্যামেরার নিচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ।