দেশীয় সার্ভিস মার্কেটপ্লেস সেবা এক্সওয়াইজেড (Sheba.xyz) নতুন অ্যাপ চালু করেছে। সেবা বর্তমানে রাজধানী ঢাকা জুড়ে দৈনন্দিন জীবনের সবরকম সার্ভিস প্রদান করছে। নতুন অ্যাপে সেবার মাধ্যমে আরও সহজ ও সাবলীল উপায়ে সেবাগ্রহীতারা নতুন সেবা সুবিধা গ্রহণ করতে পারবেন। সেবার প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান ইমতিয়াজ হালিম জানান, “অন ডিমান্ড সার্ভিসের নানান প্রকরণ সারা বিশ্বেই বেশ ব্যাপকতা পাচ্ছে। বাংলাদেশের মানুষকে দৈনন্দিন জীবনের বিভিন্ন সেবা আরও সহজভাবে প্রদানের লক্ষ্যে আমরা নতুন আঙ্গিকে আমাদের অ্যাপটি চালু করেছি। গেল এক বছরে আমাদের ১৬০০ সার্ভিস প্রভাইডার ৬০ হাজারেরও বেশী সার্ভিস প্রদান করেছিল। আমরা আশা করছি, নতুন অ্যাপের মাধ্যমে আমরা আরও বেশি সুযোগ তৈরি করতে পারবো।“ গুগল প্লে স্টোরে এরই মধ্যে সেবা এক্সওয়াইজেড (Sheba.xyz) অ্যাপটি পাওয়া যাচ্ছে।
Baadshah
Baadshah is a professional It blogger and writer.
previous post