ট্যাব খুঁজছেন? শাওমি ভক্তদের জন্য সুখবর। নতুন ট্যাব আনতে যাচ্ছে শাওমি। এমআই প্যাড ৪ বা মিপ্নাযাড ফোর ডিভাইসটি নিয়ে প্রযুক্তি দুনিয়াতে চলছে নানা গুঞ্জন। সম্প্রতি প্রতিষ্ঠানটির এক বিজ্ঞাপনে একটি ট্যাব দেখা যায়।
ধারণা করা হচ্ছে, এটিই এমআই প্যাডের পরবর্তী সংস্করণ। ছবিতে দেখা যায়, পূর্বের সংস্করণের তুলনায় নতুন ট্যাবটি বেশ হালকা ও কম বেজেলের। পেছনে রয়েছে ফ্ল্যাশহীন ক্যামেরা । ট্যাবে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেটের প্রসেসর।
ছবি তোলার জন্য সামনে ও পেছনে মিলতে পারে ৫ ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। ফেস আনলক সুবিধার পাশাপাশি ব্যাকআপ দিতে থাকবে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
৪ ও ৬ গিগাবাইট র্যামের ডিভাসইটি যথাক্রমে ৬৪ ও ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরির সংস্করণে পাওয়া যাবে।
মূল্য হতে পারে ২৩০ মার্কিন ডলার। চলতি মাসেই ডিভাইসটি উন্মোচন করা হতে পারে।
স্মার্টফোনের বাজারে ভালো অবস্থানে আছে শাওমি। তবে ট্যাবের বাজারে শীর্ষস্থানে রয়েছে অ্যাপল। আইপ্যাডের সঙ্গে পাল্লা দিয়ে বাজারে দখলের লক্ষ্যেই ট্যাবটি আনতে যাচ্ছে শাওমি।