আপনি ফেসবুকে নানা বিষয়ে স্ট্যাটাস দেন, সেটাকেই সমৃদ্ধ করে নিজেরে একটি পোর্টালে রাখুন। যদি নির্দিষ্ট বিষয় ধরে এগোতে পারেন তবে এটা সমৃদ্ধ হয়ে উঠবে অল্পদিনেই। অল্প কিছু বিনিয়েোগের সুফল বছর খানেকের মধ্যেই পেতে শুরু করবেন। তবে, নতুন ব্লগিং শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিতে পারেন।
মনে রাখুন, এটা এক সময় শখ করে শুরু হলেও এটা এখন পেশা হিসেবেও নিতে পারে।। অনেক লেখক শুধুমাত্র ব্লগের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন। শুধু তাই নয় এমন অনেক ব্লগার রয়েছেন যারা ব্লগিং করে গুগল অ্যাডসেন্স থেকে যে পরিমাণ আয় করেন তা আপনার চিন্তারও বাইরে। তাই, কেউ যদি কোন বিষয়ে দক্ষ হয়ে থাকেন, সঠিক পদ্ধতি অবলম্বন করে সেই বিষয়টি নিয়ে ব্লগের মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু ব্লগিং শুরু করার আগে আপনাকে বেশ কিছু বিষয় সম্পর্কে ধারণা নিয়ে রাখতে হবে।
ব্লগিং শুরু আগে শিখুন, পড়ুন, আপনার প্রিয় বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করুন। যে বিষয় ভালো পারেন শখের যে কোনো বিষয়কে আপনি ব্লগের বিষয়বস্তু হিসেবে ব্যবহার করতে পারেন।
ব্লগিং শুরু করার আগে যা যা জানা উচিৎ
নতুন ব্লগ শুরু করার আগে অবশ্যই পরিকল্পনার প্রয়োজন। এটা ব্লগের নাম ঠিকানা নির্বাচনের মাধ্যমে শুরু করতে হবে। ব্লগিং শুরু করার আগে, ডোমেইনের নাম নির্বাচন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাঠককে আকৃষ্ট করার জন্য ওয়েব সাইটের url একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আপনার ডোমেইনের নামই হবে, আপনার ওয়েবসাইটের ইউআরএল।
তাই, ওয়েব সাইটের url এমনভাবে নির্বাচন করতে হবে যাতে এটা সহজে মনে রাখা যায়। রাশেদুল ইসলাম পাভেলের আপনার ব্লগের ডোমেইন নেম যেমন হওয়া উচিৎ লেখাটি পড়ে নিলে আপনি পুরোপুরি বুঝে যাবেন আপনার ব্লগের ডোমেইনের নাম ঠিক করবেন কীভাবে।
ব্লগের নাম থেকে সবাই এর বিষয়বস্তু সম্পর্কে ধারণা করে থাকে, তাই ব্লগের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত নাম নির্বাচন করতে হবে। ব্লগিংয়ের ক্ষেত্রে স্বতন্ত্র বিষয়বস্তু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ব্লগের বিষয়বস্তু নির্বাচন সাধারণত দুইভাবে করতে দেখা যায়।
এক.
আপনি যদি কোন বিষয়ে পারদর্শী হন সে বিষয়ে আপনি ব্লগ তৈরী করতে পারেন। এক্ষেত্রে বিষয়বস্তু স্বতন্ত্র বা অন্যদের থেকে আলাদা হলে ব্লগের জনপ্রিয়তার জন্য ভালো।
দুই.
যে কোনো জনপ্রিয় বিষয়কে নির্বাচন করা। এক্ষেত্রে বিষয়বস্তুর নির্বাচনের জন্য গুগলের সহায়তা নিতে পারেন। Google সার্চ করে এ বিষয়ে বিস্তারিত সহযোগিতা পাবেন। কিন্তু এতে প্রচুর প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে, তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে।
একাধিক বিষয়বস্তু নির্বাচন না করে, যে কোন একটি বিষয়ে অধিক গুরুত্ব দেওয়া উচিত। জনপ্রিয় ব্লগের দিকে তাকালে আমরা দেখতে পাই এগুলো যে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে। ব্লগের উপাদান অবশ্যই তথ্যবহুল হতে হবে যাতে পাঠক ব্লগ থেকে উপকৃত হয়।
ব্লগের হোস্টিং এবং আয়
অধিকাংশ ব্লগার wordpress.com এবং blogger.com হোস্টিং হিসেবে ব্যবহার করে। ওয়ার্ডপ্রেস এবং ব্লগারে বিশেষ কিছু সুবিধা রয়েছে। সবচেয়ে বড় সুবিধা, এগুলো বিনামূল্যে ব্যবহার করা যায় এবং পরবর্তীতে অর্থের বিনিমযয়ে এদের বিশেষ সুবিধা গ্রহণ করা যায়। এগুলো ব্লগের জন্য খুব সহজ প্ল্যাটফর্ম, যে কেউ ব্যবহার করতে পারে এবং খুব অল্প সময়েই এগুলোতে ওয়েবসাইট তৈরি করা যায়। এছাড়াও কিছু হোস্টিং প্রতিষ্ঠান রয়েছে যারা কিনা খুব কম অর্থের বিনিময়ে ব্লগারদেরকে হোস্টিং এর ব্যবস্থা করে থাকে। এর জন্য ব্লগারদের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানার কোনো প্রয়োজন নেই।ফ্রি ব্লগিং সাইটগুলোর, যেমন ব্লগার ও ওয়ার্ডপ্রেসে ফ্রি ওয়েবসাইটের কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এই কারণে ওয়েব সাইটের জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে সাথে কিছু সমস্যা হতে পারে। সেই সময় paid service ব্যবহার করাই সবচেয়ে উত্তম। কিন্তু প্রাথমিকভাবে শুরু করার জন্য এবং ব্লগিংকে বোঝার জন্য ফ্রি সার্ভিস দিয়ে শুরু করাই সবচেয়ে ভাল।
ব্লগিং থেকে অর্থ উপার্জনের জন্য গুগল অ্যাডসেন্স এবং amazon সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। বিশ্বের বড় বড় ব্লগাররা এই মাধ্যম দুটো ব্যবহার করে থাকে। এই সাইটের রেজিস্ট্রেশনের মাধ্যমে বিজ্ঞাপনের লিংক ব্লগে প্রদর্শন করে থাকে।
গুগলের কিছু নীতিমালার কারণে অ্যাডসেন্সে অ্যাকাউন্ট খোলা বর্তমানে খুব জটিল হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বাংলাদেশের অনেকেই এটার ভুক্তভোগী। এর মূল কারণ হচ্ছে ব্লগ পর্যাপ্ত তথ্য সমৃদ্ধ না হওয়া। এর জন্য আপনার ব্লগের কনটেন্ট কে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
ব্লগের বিষয়বস্তু তথ্যবহুল এবং অন্য ব্লগের থেকে আলাদা হতে হবে। ব্লগের প্রত্যেকটা article এক হাজার শব্দের বেশি হলে ভালো হয়। এরপর ভালোভাবে ব্লগের বিষয়বস্তু এবং টেম্পলেটকে সাজিয়ে অ্যাডসেন্সের জন্যে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার আগে ৩ পর্বের অ্যাডসেন্স পাওয়ার ১০০% গ্যারান্টি লেখাটি পড়ে নিন।
অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে উপার্জনের সুযোগ প্রদান করে। এর মাধ্যমে ব্যবহারকারী যখন ওয়েবসাইটে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে কোন পণ্য ক্রয় করে তখন সেই পণ্যের একটা নিরদিষ্ট লভ্যাংশ amazon ব্লগারকে প্রদান করে থাকে। এর মাধ্যমে আপনার ব্লগ থেকে যত পণ্য বিক্রয় হবে আপনি তত লাভবান হবেন।
ব্লগের প্রচারণা
নতুন ব্লগের উন্নতির জন্য এর প্রচারণাটা খুবই গুরুত্বপূর্ণ। খুব কম সংখ্যক ব্লগই গুগল এর মাধ্যমে প্রদর্শিত হয় বিশেষ করে প্রাথমিক অবস্থায়। তাই ব্লগিংয়ের প্রচারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেকটা নতুন ব্লগের পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক-টুইটারে শেয়ার করা উচিৎ। তবে একটা পোস্ট একাধিকবার শেয়ার না করা ভালো, এতে সবাই বিরক্ত হতে পারে।
এছাড়াও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে ব্লগের প্রচারণা বৃদ্ধি করতে পারেন। এর মাধ্যমে বিভিন্ন ফোরাম এবং ওয়েবসাইটে আপনার ব্লগ এবং ব্লগের আর্টিকেল এর পোস্ট শেয়ার করে প্রচারণা করতে পারেন।
তবে প্রাথমিক অবস্থায় চর্চার জন্য ফ্রি ব্লগিং প্লাটফর্ম দিয়ে শুরু করতে পারেন। কিন্তু এরপর ব্লগিংয়ের প্রসারের জন্য আপনাকে domain name এবং হোস্টিং ক্রয় করতে হবে। সেই সাথে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে এবং ধৈর্যধারণ করতে পারলেই আপনি সফল ব্লগার এ পরিণত হবেন।
বাংলা ব্লগ সাইট ও সম্ভাবনা
যাঁরা কোন ভাষায় ব্লগ লিখবেন বুঝতে পারছেন না, তারা জেনে রাখুন বাংলায় ব্লগ করে এখন আয় করতে পারেন। যদিও গুগল অ্যাডসেন্সে আয় করা খুব কঠিন। তবে আপনার সাইটের যদি ফেসবুকে জনপ্রিয় হয় তবে ইনসট্যান্ট আর্টিকেল থেকে আয় করতে পারবেন। তবে নিজের ব্লগ খোলার আগে লেখালেখি অনুশীলন করতে পারেন। টেকজানো (https://techjano.com/) নতুনদের লেখার সুযোগ দেয়।
কোথায় কিনবেন ডোমেইন হোস্টিং, দাম কেমন
দেশের অনেক ডোমেইন হোস্টিং বিক্রেতা সাইট আছে। এর মধ্যে যারা ভালো সার্ভিস দেয় তাদের কাছ থেকে নেবেন। নিজের নামে , নিজের অ্যাকাউন্টে বুঝে নেবেন, তা না হলে ঝামেলা হতে পারে। ডটকম নেওয়ার চেষ্টা করবেন। দাম ১০ ডলারের মতো, শুরুতে ২ হাজার টাকার মধ্যে ডোমেইন হোস্টিং কিনে সাইট তৈরি করে কাজ চালাতে পারবেন। ভালো ডোমেইন সার্ভিস দেয় https://www.servermore.com/, https://www.exonhost.com/, http://www.emythmakers.com/, ইত্যাদি। এসব সাইটে প্যাকেজ দাম দেওয়া থাকে দেখে নিতে পারেন।
কোথায় শিখবেন?
ব্লগিং নিয়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপে আলোচনা হয়, এর মধ্যে ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ সক্রিয় বেশি। এখানে কিছুদিন সময় দিলে অনেক কিছু জানতে পারবেন। সার্চ ইংলিশ গ্রুপে সময় দিলে ইংরেজি চর্চা করতে পারবেন। এ ছাড়া এ বিষয়ে সফলদের পরামর্শ আপনাদের কাজে লাগবে।
পরামর্শ
ব্লগিং শুরু করার আগে চাইলে কোর্স সেরে নিতে পারেন। বিশেষ করে এসইও কোর্স কাজে লাগবে। বিআইটিএম, ক্রিয়েটিভ আইটিসহ অনেকে প্রতিষ্ঠানে কম খরচে প্রশিক্ষণ নিতে পারবেন।
তথ্যসূত্র: অনলাইনের বিভিন্ন সূত্র।
৩৯ comments
গুরুত্বপূর্ণ টিপসটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ এডমিন ভাইকে।
[…] নতুন ব্লগ তৈরি করুন, আয় করুন, জেনে নিন ক… […]
Khun sunder post
Apnar sir koto earning AI blog thaka
ধন্যবাদ ভাইয়া
অনেক ভালো লিখেছেন। আপনার সম্পূর্ণ পোষ্টটি খুব মনোযোগ সহকারে পড়েছি। আপনার ব্লগে অনেক ভালোমানের কনটেন্ট রয়েছে। আশাকরি সামনের দিকে এগিয়ে যেতে কোন সমস্যা হবে না।
Google BlogSpot দিয়ে ব্লগ তৈরি সংক্রান্ত বিষয়ে আমার ব্লগে একটি পোস্ট রয়েছে। আমার ব্লগের পোস্টটি পড়ে আপনার মতামত জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি।
[…] সার্চ রেজাল্টের ভাল অবস্থানে অথবা প্রথম পাতায় নিয়ে আসার কৌশল বা প্রক্রিয়াকেই Search Engine Optimization বলা […]
আপনি তথ্য গুলো খুব উপকারি । ভাল লাগলো পড়ে
বাংলায় কন্টেন্ট পাব্লিশ করা সাইট থেকে কি ইনকাম কারা যায়
ব্লগ সম্পর্কে অন্তত মূল্যবান তথ্য প্রকাশ করেছেন। এতে নতুন ব্লগ করতে যারা উৎসাহী তারা উপকৃত হবে।
আপনার ব্লগটি খুবই চমৎকার । আশাকরি নিয়মিত বিভিন্ন বিষয়ের উপর লিখে যাবেন । the seba.com এর পক্ষ থেকে ধন্যবাদ ।
ধন্যবাদ সুন্দর ভাবে সাজিয়ে লিখেছেন
ভাই আমি ব্লগ তৈরি করার কটা ধাপ পার করছি। crate blogএ গিয়ে আটকে গেল।url টা নিচ্ছে না। অনেক কয়টা পাল্লায় দিছি তাও হয় না।একটু সাহায্য করুন প্লিজ
Thanks for your Great article. Really all info was very helpful. Can you
tell me where I will get this kinds of article in your blog?
Thanks brother..rallay helpful your information
ভাইয়া আমিও ব্লগার হতে চাই, লেখা লেখি করতে চাই, বাট জানি না কিভাবে করবো। আমাকে একটু হেল্প করবেন প্লিজ।
অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর এবং তথ্যবহুল লেখা। আশা করি অনেকের কাজে লাগবে।
চমৎকার লিখেছেন।অনেক কিছু জানা হলো
Thanks for share this article
এখান থেকে অনেক কিছু শেখা গেলো ও জানা গেলো যদি ফেসবুক গ্রুপ লিংকটা পাওয়া যেত আরও উপকৃত হতাম।
লেখক
ব্লগ বিষয়ে খুব সুন্দর করে লিখেছেন। ধন্যবাদ
[…] এই https://bdwap24.com/ ওয়েবসাইটটি বিক্রি করে দিতে চাচ্ছি । কারন এই ওয়েবসাটের পিছনে আমরা সময় দিতে পারছিনা । কোন ভালো ব্লগার বা লেখক যদি নিতে চান, তবে আমাদের সাথে যোগাযোগ করুন । এই সাইটের ডোমেইন এবং হোস্টিং এর মেয়াদ আগামী ১২ ডিসেম্বর ২০২০ পর্যন্ত রয়েছে । ডেইলি প্রায় ২০০ এর মতো ভিজিটর রয়েছে । ১৩০ টি ইউনিক পুস্ট রয়েছে । ডোমেইন পেনেল এবং হোস্টিং চি পেনেল সবগুলোর এক্সেস দিয়ে দেয়া হবে । ওয়েবসাইটটি ক্রয় করতে বা আরো ইনফরমেশন জানতে আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে= ০১৮৭৯৩১২২৩৭ । শুধুমাত্র এই নাম্বারে যোগাযোগ করতে হবে । […]
অনেক ভাল লিখেছেন, নতুন দের অনেক উপকারে আসবে। আমি আপনার সাইটি টি শেয়ার করব। আশা করি যে দেখবে সে তার উপকার হবে। ধন্যবাদ।
ওয়েবসাইট তৈরির সময় একই নামের যদি টপ লেভেল ডোমেইন নেওয়া হয় যেমন-.net, .org ,.info ,.com ।তাহলে কোনটা নেওয়া ঠিক হবে?
উপকৃত হোলাম ভাই। ধন্নবাদ আপনাকে
Sir after reading this post. All my confusions have gone away,I am really surprised by the quality of your constant posts.You really are a genius
ami ekta website kinte chay.jeta ada approved ase emon website .thakle replay den keu
ব্লগ তো ভাই তৈরী করা হয়ে গেসে এখন এইডারে পাবলিশ করতে করে চোখের ঘুম হারাম হয়ে যাইতাছে। এহন কি করমু? ভাইরাল করার একটা উপায় বলেন।
চমৎকার লিখেছেন।অনেক কিছু জানা হলো
গুরুত্বপূর্ণ টিপসটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ এডমিন ভাইকে।
also writing a blog teletalk offer
আপনি অনেক ভালো লিখে থাকেন। আমি আপনার ব্লগের একজন নিয়মিত ভিজিটর। যেকোনো সমস্যা হলে আপনার ব্লগের সমাধান পেয়ে থাকি। এডমিশন রিলেটেড পোস্ট লেখার ক্ষেত্রে আমি আপনার ব্লগটিকে ফলো করে থাকি ভাই।
ভাইয়া আপনার ব্লগে আর্টিকেল লেখার কোন সুযোগ আছে অথবা আপনার কোন গ্রপ আছে?
Thanks For share this well post.blogger.com valo hobe na, wordpress???
bhai, apnar website er teme er name ki?? bolben??
This is very helpful post..
খুবি ভালো একটি পোস্ট লিখেছেন। আপনার কাছ থেকে আরও লেখা চাই। বাংলা ভাষায় ব্লগ ও ব্লগিং বিষয়ে অনেক কম পোস্ট রয়েছে।
এই https://kirpat.net ওয়েবসাইটটি বিক্রি করে দিতে চাচ্ছি । কারন এই ওয়েবসাটের পিছনে আমরা সময় দিতে পারছিনা । কোন ভালো ব্লগার বা লেখক যদি নিতে চান, তবে আমাদের সাথে যোগাযোগ করুন । এই সাইটের ডোমেইন এবং হোস্টিং এর মেয়াদ আগামী ১২ ডিসেম্বর ২০২০ পর্যন্ত রয়েছে । ডেইলি প্রায় ২০০ এর মতো ভিজিটর রয়েছে । ১৩০ টি ইউনিক পুস্ট রয়েছে । ডোমেইন পেনেল এবং হোস্টিং চি পেনেল সবগুলোর এক্সেস দিয়ে দেয়া হবে । ওয়েবসাইটটি ক্রয় করতে বা আরো ইনফরমেশন জানতে আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে= ০১৮৭৯৩১২২৩৭ । শুধুমাত্র এই নাম্বারে যোগাযোগ করতে হবে ।
লেখাটা পড়ে বেশ ভালো লাগলো অনেক। দারুণ লিখেছেন। আমি ব্লগারে ওয়েবসাইট করেছি খুব বেশিদিন হলো না। উইব্লগবিডি ডট কম আমার ব্লগের ডোমাইন না। চার মাসের কাছাকাছি হলো। পেইড ব্লগার টেমপ্লেট ব্যবহার করছি। তবে একসাথে কয়েকটা বিষয় নিয়ে লেখালেখি করা শুরু করেছি। যদিও এটা বেশ চ্যালেঞ্জিং। একটু দেখে জানানোর অনুরোধ রইলো সব ঠিক আছে কি না। বোড় উপকৃত হবো।
ভাই আপনি আমার ওয়েবসাইটে এডসেন্স অপ্প্রভ হচ্ছে না। বার বার লো ভেলু কন্টেন্ট সমস্যা দেখাচ্ছে। এখন কি করা যায় ভাই???
website link mail koren check kore janabo