নারীদের নিরাপত্তা নিয়ে অনেক পরিবারই বর্তমানে উদ্বেগ উৎকণ্ঠায় থাকে । পথে ঘাটে অনেক সময়ই অনেক নারীদের নানামুখী অনাকাংখিত ঘটনার শিকার হতে হয় । পত্রিকার পাতা বা টিভির পর্দা বা বিভিন্ন স্যোশাল মিডিয়ায় চোখ রাখলেই আমরা প্রতিনিয়ত এ ধরণের অনাকাঙ্ক্ষিত সংবাদ দেখতে পাই ।
অনেক ক্ষেত্রেই আমরা কিছু সতর্কতা অবলম্বন করলে এ ধরণের ঘটনার হাত থেকে রক্ষা পাই । আর টেকনোলজির এই যুগে আমরা টেকনোলজির সামান্য কিছু ব্যবহার জেনেও কমাতে পারি নারীদের নিরাপত্তাজনিত হাজারো অনাকাঙ্ক্ষিত ঘটনা ।
আপনি আপনার স্মার্টফোনে ছোট্ট এই অ্যাপটি ডাউনলোড করে সহজেই নিরাপদ থাকতে পারবেন । মাত্র প্রায় ৬ এমবি সাইজের এই অ্যাপটি হতে পারে আপনার নিরাপত্তা নিশ্চিত করার মোক্ষম একটি অস্ত্র ।
SOSmate–Save Our Soul mate! অ্যাপটি হতে পারে সকল নারীদের জন্য একটি খুবই উপকারী ব্যক্তিগত নিরাপত্তা অ্যাপ্লিকেশন । এই অ্যাপ্লিকেশনটিতে আপনি বেশ কয়েকটি অপশন পাবেন যেগুলো খুব সহজেই ব্যবহার করতে পারবেন । আপনি যে অপশন গুলো পাবেন সেগুলো হল :
প্রথমে উপরের দিকে :
অ্যাম্বুলেন্স
পুলিশ
ফায়ার
তারপর নিচের দিকে :
প্যানিক
কন্ট্যাক্ট
ফটো মেইল
হুইসেল
পুলিশ সাইরেন ও আরো কয়েকটি অপশন
অ্যাপটি যেভাবে ব্যবহার করবেন :
অ্যাপটি ডাউনলোড করার পর আপনাকে কিছু টার্মস এন্ড কন্ডিশন মেনে নিয়ে পরবর্তী স্টেপে যেতে হবে । তারপর আপনার লোকেশন অপশন টি অ্যালাউ করে দিতে হবে না হলে অ্যাপটি আপনার লোকেশন ট্রাক করতে পারবে না । আপনি এই অ্যাপটির মাধ্যমেই জরুরি সাহায্যের জন্য অ্যাম্বুলেন্স বা পুলিশ ষ্টেশন বা ফায়ার সার্ভিসে কল দিতে পারবেন । সেক্ষেত্রে এই নাম্বার গুলো সেখানে ইনপুট দিতে হবে ।
আপনার জরুরি প্রয়োজনের সময় বারবার পাওয়ার বাটন চাপতে হবে তাহলে এই অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে । এটা কিছুক্ষণ পরপর আপনার সেভ করা নাম্বারে কল দিবে বা এসএমএস দিবে এবং সেই সাথে লোকেশনও জানিয়ে দিবে । অ্যাপটি প্রায় ৫০ হাজারেরও বেশি ডাউনলোড হয়েছে । আপনিও ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারেন ।
ইংলিশ কন্টেন্ট লেখার জন্য প্রাথমিক কিছু ধারণা
লেখক: আরিফ হাসান , তথ্যপ্রযুক্তি লেখক ও এফ-কমার্স বিশেষজ্ঞ