আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নেপাল সরকারের ন্যাশনাল ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমের অপারেশন ও মেইনট্যানেন্স সাপোর্টের কাজ পেয়েছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়া। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডিজি মার্কেট ইন্টারন্যাশনালের সঙ্গে দেশটির ই-জিপি সিস্টেম পরিচালনা কাজ করবে দোহাটেক।
দোহাটেক কর্তৃপক্ষ জানায়, ১৯ এপ্রিল কাঠমান্ডুতে নেপালের প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতাধীন পাবলিক প্রকিউরমেন্ট মনিটরিং অফিস (পিপিএমও) এর সঙ্গে ই-জিপি বাস্তবায়নবিষয়ক সমঝোতা চুক্তি হয়েছে দোহাটেকের। এতে দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা, নেপালের প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মধু প্রাসাদ রেগমি, পাবলিক প্রকিউরমেন্ট মনিটরিং অফিসের পরিচালক মানিস ভাটারিয়া ও ডিজি মার্কেট ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আদিত্য জা চুক্তিতে সই করেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় নেপালে ই-জিপি বাস্তবায়িত হচ্ছে।
নেপাল সরকারের ই-জিপি বাস্তবায়নের জন্য কাজ পেয়েছে দোহাটেক
previous post