বাড়ির বড় ছেলে আসলাম (ছদ্মনাম)। ছিলেন বিদেশে। অনেক টাকা কামাই করেছিলেন। বিয়ে করেছিলেন। ছোট একটি ফুটফুটে কন্যা সন্তানও আছে। বাইক ছিল, গাড়ি ছিল আর ছিল সুখের সংসার। কিন্তু এক সময় দেশে এসে বন্ধুদের পাল্লায় পড়ে সর্বনাশ নেশা আর জুয়ায় একে একে সব হারান তিনি। শুরু হয় দুঃখের দিন। সুখের সংসারে আগুন লাগতে দেরি হয়নি। নেশার টাকা জোগাতে বউয়ের গায়ে হাত তুলতে পর্যন্ত হয়েছে। সংসারে অশান্তি, বাপে বাড়ি থেকে বের করে দিয়েছেন। ২০১৭ সালের শেষদিকে একেবারে নিসঃস্বল আর অসহায় আসলাম পথে নেমে পড়ার দশায় চলে আসে। পরিচিতজনদের সামনে আসার মতো অবস্থাও ছিল না তাঁর। এরই মধ্যে একদিন বোধোদয় হয় তাঁর। শপথ করে নেশা আর করবে না। খারাপ বন্ধুদের পাল্লায় যাবে না। সত্যিই কঠোর সিদ্ধান্ত নিতে পেরছে সে। কিন্তু সার্ভাইভ করবে কিভাবে? কে তাকে চাকরি দেবে? সব বাধা দূরে ঠেলে আসলাম এখন গাড়ি চালায়। তবে পরিচিতজনদের সাথে দেখা করে না। এখন দেখা হলে বলবে-ভালো আছি। সুখের দিনগুলো ফিরিয়ে আনার চেষ্টা করছি। আর কখনো একটি পান কিংবা সিগারেট খায়নি। অন্ধকার জীবনটাকে কবর দিয়েছি। এখন গাড়ি চালানোই আমার নেশা। মেয়েটাই আমার ভবিষ্যৎ।
নেশা আর জুয়া ছেড়ে রাইড শেয়ারিংয়ে
previous post