মোবাইল ফোন কোম্পানি নোকিয়ার সঙ্গে স্পন্সরশিপ চুক্তিতে স্বাক্ষর করেছে রংপুর রাইডার্স। ৭ জানুয়ারি ঢাকার ওয়েস্টিন হোটেলে রংপুর রাইডার্সের পক্ষে সিইও ইশতিয়াক সাদেক এবং নোকিয়ার পক্ষে ইউনিয়ন গ্রুপ অব কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রাকিবুল কবীর চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের হেড অব অপারেশন্স তাসবির উল ইসলাম ও নোকিয়া বাংলাদেশের হেড অব বিজনেস ফারহান রশিদ এবং মার্কেটিং লিড ইফফাত জহুর।
এ চুক্তির ফলে নোকিয়ার লোগো ঠাঁই পাবে রংপুর রাইডার্সের হেলমেটের পাশে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। গতবার তারা ফাইনালে হারিয়েছিল ঢাকা ডিনামাইটসকে। বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সঙ্গে যুক্ত হয়ে আনন্দিত নোকিয়া বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করা রাকিবুল কবীর বলেন, ‘আমরা রংপুর রাইডার্সের সঙ্গে যুক্ত হতে পেরে সত্যিই আনন্দিত। তারা বিপিএলে গতবার চ্যাম্পিয়ন হয়েছে। আশা করি এবারও চ্যাম্পিয়ন হবে।’