তাড়াতাড়ি নেন, আমাকে দ্রুত আরও তিন জায়গায় অর্ডার ডেলিভারি দিতে হবে। এক মুহুর্ত নষ্ট করা যাবে না। বেশ পরিপাটি ছেলেটা। চিপাচাপা দিয়ে সাইকেল চালিয়ে পিঠে ডেলিভারি ব্যাগটা ঝুলিয়ে পণ্য পৌছে দিচ্ছে। অনলাইনে কেনা পণ্য বাড়িতে বা নির্দিষ্ট ঠিকানায় পৗছে দিতে কাজ করে পাঠাও ডেলিভারি সার্ভিসের কর্মীরা। তাদেরই একজন সে। কেন এ কাজে? ভালো লাগে তাই। নিজের সাইকেলে ঘোরা হয়। পার্টটাইম ভালো ইনকাম হয়। নিজের কাজ এনজয় করি। আচ্ছা এই যে পেঠে ব্যাগ ঝুলিয়ে আগের যুগের রানারের মতো পণ্য পৗছে দেওয়ার কাজ কেমন লাগে? বেকার বসে তো আর নেই। তরুণ হিসেবে নিজের কাজ করার ও খরচ চালানোর চেষ্টা করছি। ভালো লাগে। কতদিন চলবে? দেখি কয়দিন ভালো লাগে। পার্টটাইম এমন কাজ ঢাকা শহরে অনেকেই করছে। পিঠে লাল ব্যাগ ঝুলিয়ে তরুণেরা পণ্য ডেলিভারি দিতে ছুটছে খুব পরিচিত এক দৃশ্য।
Baadshah
Baadshah is a professional It blogger and writer.
previous post
ফোর্বসের তালিকায় থাকা কে এই সাজিদ ইকবাল?
next post