বাংলাদেশের দেশীয় পণ্যের প্রথম ডিজিটাল মার্কেটপ্লেস দর্পণ, দ্যা ফ্ল্যাগ গার্ল এর সাথে যৌথভাবে ঢাকা শহরের বিভিন্ন বয়সী মহিলাদের জন্য পৌষ সংক্রান্তিতে আয়োজন করে সাকরাইন মেলা ।
পুরান ঢাকার ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে সাকরাইন বা ঘুড়ি উৎসব যা বাংলা পৌষ মাসের শেষ দিন উদযাপন করা হয়।
দর্পণ ও দ্যা ফ্ল্যাগ গার্ল এই বছর ঢাকা শহরের বিভিন্ন বয়সের মহিলাদের জন্য আয়োজন করে সাকরাইন মেলার, যেখানে ছিল ঘুড়ি উৎসব ও দর্পণের দেশী পণ্যের মেলা । এই মেলায় ঢাকা শহরের বিভিন্ন এলাকার ভিন্ন বয়সের ২০০ জন মহিলা উদ্যোক্তা নিজেদের হাতে তৈরী দেশী পণ্য নিয়ে অংশগ্রহন করেন। মেলায় আগত অতিথিরা এসব পণ্যের বিপুল প্রশংসা করেন।