সম্প্রতি ভারতের বাজারে নতুন ট্যাবলেট উন্মোচন করেছে জাপানভিত্তিক প্রতিষ্ঠান প্যানাসনিক। প্যানাসনিক টাফবুক এস১ নামে ডিভাইসটির অন্যতম দুটি বৈশিষ্ট্য হলো এর শক্তিশালী বাহ্যিক গঠন ও বর্ধনযোগ্য ব্যাটারি।
প্যানাসনিক টাফবুক এস১ ট্যাবে ৭ ইঞ্চির ডব্লিউএক্সজিএ আইপিএস এলসিডি ডিসপ্লে দেয়া হয়েছে, যার রেজল্যুশন ১২০০X৮০০ পিক্সেল। ডিসপ্লের বেজেলগুলো খুবই প্রশস্ত। তবে শক্তিশালী গঠনশৈলীর দিক থেকে প্রশস্ত বেজেল থাকাকে স্বাভাবিক মনে করছেন প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্টরা। ট্যাবটি ১ দশমিক ৫ মিটার ওপর থেকে নিচে পড়লেও কোনো ক্ষতি হবে না। প্রতিষ্ঠানটির দাবি ২০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ট্যাবটি ব্যবহার করা যাবে।
নতুন ট্যাবটিতে কোয়ালকমের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর, ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইএমএমসি ৫.১ ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। গ্রাফিকস প্রসেসিংয়ের জন্য এতে অ্যাড্রেনো ৫১২ ইউনিটও রয়েছে। ট্যাবটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেয়া হয়েছে। দীর্ঘ ভ্রমণ ও অন্যান্য বাহ্যিক কাজের জন্য ট্যাবটি তৈরি করা হয়েছে।