শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি সেখানে বলেছেন, বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটি হবে সিলেট। বিনা মূল্যে পাওয়া যাবে ওয়াই–ফাই–সুবিধাও। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের দুই দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানের উদ্বোধনীতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট শহরের পাশে একটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল ও আইসিটি পার্ক তৈরি করা হবে। এটি পরিচালনার জন্য অনেক দক্ষ লোক দরকার। বিশ্ববিদ্যালয়ের পাশে আইসিটি পার্ক হওয়ায় পার্কটি ভালো চলবে বলে তাঁর ধারণা। বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটি হবে সিলেট। বিনা মূল্যে ওয়াই–ফাই–সুবিধাও পাওয়া যাবে।
প্রথম ডিজিটাল সিটি হবে সিলেট
previous post