এসএমই (SME) ফাউন্ডেশন আয়োজিত ২০১৮ সনের জন্য বর্ষসেরা উদ্যোক্তা (মাঝারি প্রতিষ্ঠান – সার্ভিস ক্যাটাগরি) হিসাবে মনোনীত হয়েছেন দেশের শীর্ষস্থানীয় জব পোর্টাল বিডিজবস ডট কম (Bdjobs.com) এর প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর।
আজ (৪ এপ্রিল) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড প্রদান করেন। প্রতি বছর ৫ টি ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয় স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর উদ্যোক্তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্যI ক্যাটাগরিগুলো হচ্ছে – ক্ষুদ্র উদ্যোক্তা (মহিলা), ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ), মাঝারি উদ্যোক্তা (উৎপাদন), মাঝারি উদ্যোক্তা (সেবা)।
২০১৩ সন থেকে অনুষ্ঠিত এই বিশেষ সম্মাননা আয়োজনে এবারই প্রথম কোনো তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা এই পুরস্কার পেলেন ।
উল্লেখ্য যে, ১৮ বছর আগে ২০০০ সনে, ফাহিম মাশরুর তার কিছু বন্ধুদের নিয়ে বিডিজবস প্রতিষ্ঠা করেন । এটি বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় জব পোর্টাল। প্রতিদিন ১ লক্ষের বেশি লোক এই পোর্টাল ভিসিট করে। ২০ লক্ষের বেশি ব্যক্তির জীবন-বৃত্তান্ত এই প্ল্যাটফর্মে সংরক্ষিত আছে। গত ১৮ বছরে ১০ লক্ষেরও বেশি চাকরিপ্রার্থী বিডিজবসের মাধ্যমে চাকরি পেয়েছে ।
previous post