ট্রান্সকম বেভারেজ লিমিটেড ট্রান্সকম গ্রুপের একটি সফ্ট ড্রিংক প্রস্তুতকারী প্রতিষ্ঠান | মূলত পেপসি ব্রান্ডের সফ্ট ড্রিংকগুলো প্রস্তুত করছে এই প্রতিষ্ঠান | গত ৩০ জুন ২০১৯ সালের ভ্যাট অনলাইন সফটওয়্যার ব্যবহার নীতিমালার প্রবর্তনে সকল ব্যবসা প্রতিষ্ঠানে বাংলাদেশ রাজস্ব বোর্ডের নির্দেশিত সফটওয়্যার ব্যবহার ও অনলাইন রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয় | ভ্যাট আইন ২০১২ ও সফ্টওয়ার ব্যবহারে প্রয়োজনীয় ও দক্ষ জনবলের অভাব বিবেচনায় রেখে সফটওয়্যার ব্যবহার আইনের সময় বৃদ্ধি করা হয় ২৯ ফেব্রুয়ারী ২০২০ পর্যন্ত |
ডিভাইন আইটি লিমিটেড ২০০৫ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম সারির সফটওয়্যার কোম্পানি যারা ইআরপি ও ভ্যাট সফটওয়্যার উৎপাদন সম্পন্ন করে | নামকরা প্রিজমভ্যাট সফটওয়্যার এনবিআরের তালিকা গুণগত মানে সর্বোচ্চ অবস্থানে রয়েছে | প্রিজমভ্যাট একটি সহজ ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যার যা প্রিজম ইআরপি সহ অন্য যেকোনো সফটওয়ারের সঙ্গে ইন্টিগ্রেটেড হয়ে ভ্যাট রিটার্ন তৈরী করে |
ট্রান্সকম বেভারেজ লিমিটেড প্রিজমভ্যাট ব্যবহারের মাধ্যমে ফুড ও বেভারেজ ইন্ডাস্ট্রি খাতে রাজস্ব হিসাব ডিজিটালাইজ হওয়ার অগ্রজ কোম্পানি হিসেবে বিবেচিত হবে যা এই খাতের সকলকে ভ্যাট অনলাইন রিটার্ন জমা দিতে উদ্ভুদ্ধ করবে বলে মনে করেন সকলে |